বাংলাহান্ট ডেস্কঃ নেওয়া রয়েছে ফাইজার করোনা ভ্যাকসিনের তিনটি ডোজ। নিউইয়র্ক থেকে মুম্বাইয়ে ফিরে আসা ২৯ বছর বয়সি যুবকের দেহে মিলল ওমিক্রনের (omicron) হদিশ। প্রাথমিকভাবে ওই যুবকের শরীরে ওমিক্রনের কোন লক্ষণই পাওয়া যায়নি, একেবারেই উপসর্গহীন ছিলেন তিনি।
নিউইয়র্ক থেকে ফেরার সময় গত ৯ ই নভেম্বর বিমানবন্দরে ওই যুবকের করোনা পরীক্ষা করা হয়। আর সেখানে রিপোর্ট পজেটিভ আসে। এরপর ওই যুবকের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। আর সেখান থেকেই পাওয়া রিপোর্ট বলছে, নয়া ভ্যারিয়েন্ট অর্থাৎ ওমিক্রনের লক্ষণ রয়েছে ওই যুবকের দেহে।

এবিষয়ে বিএমসি জানিয়েছে, ‘রোগীর শরীরে ওমিক্রনের কোন উপসর্গ পাওয়া যায় নি। উপসর্গ ছিলেন ওই ব্যক্তি। তবে সতর্কতামূলক ব্যবস্থার মধ্য দিয়ে তাঁকে ইতিমধ্যেই হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে’।
করোনার এই নয়া ভ্যারিয়েন্ট ইতিমধ্যেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে বহির্বিশ্বের বিভিন্ন দেশে। ব্রিটেন, আমেরিকায় সংক্রমণ বাড়ছে দ্রুতগতিতে। অবস্থা ক্রমাগত অবন্নতির দিকে এগোচ্ছে। আমেরিকায় বাসিন্দাদের টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে অবিলম্বে। পাশাপাশি ভারতে আক্রান্তের সংখ্যা ১০০ পার করে গেছে।
এই বিষয়ে আইসিএমআর-এর ডিজি বলরাম ভার্গভ জানান, ‘ওমিক্রনের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে যেতে হবে। একজায়গায় বেশি জমায়েত করা চলবে না একদম। করোনার অ্যান্টি-ভাইরাল ট্যাবলেট নিয়ে আমরা বর্তমানে আলোচনা করছি। আমাদের হিসাব বলছে, চিকিৎসা শুরুর আগেই দিতে হবে এই ওষুধ, একেবারে প্রাথমিক স্তরেই দিতে হবে। তবে ঠিক কতোটা উপকারে আসবে এই ওষুধ, সেটাই এখন দেখার’।





Made in India