বাংলা হান্ট ডেস্কঃ আইপিএল শেষ হয়ে গিয়েছে, কলকাতাকে হারিয়ে ফের একবার সোনালী ট্রফি নিজেদের দখলে নিয়েছে ধোনির চেন্নাই। আর এই জয়ের সাথে সাথেই আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ ট্রফি শিকারি হিসেবে চতুর্থ ট্রফিও দখল করে ফেলেছে সিএসকে। তবে কার্যত আইপিএলের রেশ আরও খানিকটা বজায় রাখতে ইতিমধ্যেই আইপিএল ড্রিম টিম বানানোয় মন দিয়েছেন অনেক বিশেষজ্ঞরাই। এই তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন আকাশ চোপড়াও। এবারের আইপিএলে পারফর্ম্যান্স অনুযায়ী নিজের পছন্দের একাদশ বানিয়েছেন তিনি। আসুন দেখে নেওয়া যাক নিজের একাদশে কাকে কাকে সুযোগ দিলেন এই প্রাক্তন ভারতীয় খেলোয়াড়।
ট্রফি জয়ী চেন্নাই দলের দুই ওপেনারকেই নিজের দলে স্থান দিয়েছেন আকাশ। প্রসঙ্গত উল্লেখ্য এবারের আইপিএলে সর্বোচ্চ দুই রান সংগ্রাহকও এই রুতুরাজ এবং ডুপ্লেসিই। তাই তাদের অন্তর্ভুক্তি নিয়ে কোন প্রশ্নই উঠতে পারে না। এই দলে তিন নম্বরে আকাশ খেলার সুযোগ দিয়েছেন কে এল রাহুলকে। এমনকি উইকেট কিপিংয়ের দায়িত্বও তার কাঁধেই তুলে দিয়েছেন তিনি। জানিয়ে রাখি পাঞ্জাব প্লে-অফে না পৌছালেও এবারের আইপিএলেও ৬২৬ রান সংগ্রহ করেছেন রাহুল। তাই তার জায়গা নিয়েও কোন প্রশ্ন উঠতে পারে না।
আকাশের দলের চার নম্বরের সুযোগ পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। কার্যত আরসিবিতে আসার পর তার খেলার ধরনই বদলে গিয়েছে। আরসিবির জার্সিতে এবার ম্যাক্সওয়েলের পারফরম্যান্স সত্যিই অসাধারণ। তাই চার নম্বরে তার স্থান নিয়েও কোনও সন্দেহ নেই। পাঁচ নম্বরে রয়েছেন রাহুল ত্রিপাঠী, ছয় নম্বরে আকাশ সুযোগ দিয়েছেন সিমরান হেটমায়ারকে। এই দলে সাত এবং আট নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং হর্ষল প্যাটেল। নিজের একাদশে আরো দুই-তিন আর এবং মাত্র একজন জোরে বোলারকে রেখেছেন আকাশ।
এক্ষেত্রে তিনি সুযোগ দিয়েছেন চাহাল, বরুণ চক্রবর্তী এবং বুমরাহকে। অর্থাৎ কার্যত দলে রয়েছেন তিন স্পিনার এবং দুই জোরে বোলার যা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠতে পারে। কারণ আকাশের দলে এমন কোন অলরাউন্ডার নেই যিনি তৃতীয় জোরে বোলার হিসেবে কাজ করতে পারেন। অন্যদিকে আকাশ বিদেশি বেছেছেন মাত্র তিনজনকেই। যদিও আইপিএলে সাধারণত চার বিদেশী খেলানোর রেওয়াজ রয়েছে। এক্ষেত্রে লকি ফার্গুসন দলে জায়গা করে নিতে পারতেন কিনা, তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। তবে সব মিলিয়ে আকাশের একাদশ যে বেশ শক্তিশালী এ নিয়ে কোন সন্দেহ নেই। তবে এই দলের অধিনায়ক কে হবেন তা ঠিক করে দেননি আকাশ চোপড়া।
My IPL-XI for #IPL2O21
1. Ruturaj
2. Faf ✈️
3. KL Rahul (wk)
4. Maxwell ✈️
5. Tripathi
6. Hetmeyer ✈️
7. Jadeja
8. Harshal
9. Varun C
10. Chahal
11. BumrahHow’s your team looking?
— Aakash Chopra (@cricketaakash) October 17, 2021
আকাশ চোপড়ার আইপিএল একাদশঃ
ফ্যাফ ডুপ্লেসি, রুতুরাজ গায়কোয়াড়, কে এল রাহুল (উইকেট কিপার), গ্লেন ম্যাক্সওয়েল, রাহুল ত্রিপাঠী, সিমরান হেটমায়ার, রবীন্দ্র জাদেজা, হর্ষল প্যাটেল, বরুণ চক্রবর্তী, যুজবেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরাহ।





Made in India