বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিলিয়ান ডলার লিগ আইপিএল ২০২২ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। মরশুমের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার (সিএসকে) সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি হবে। কেকেআর-এর হয়ে অ্যালেক্স হেলস ইতিমধ্যেই একটি বায়ো-বাবলের ধকলের আশঙ্কার কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। তার বদলি হিসাবে কেকেআর অ্যারন ফিঞ্চ-কে সই করালেও প্রথম পাঁচটি ম্যাচের জন্য তিনি অনুপলব্ধ থাকবেন।
পাকিস্তান থেকে আসার পর ফাস্ট বোলার প্যাট কামিন্সকেও কোয়ারেন্টাইনে থাকতে হবে ফলে তাকেও বেশ কিছুদিন তাকেও পাওয়া যাবে না। এমন পরিস্থিতিতে প্রথম ম্যাচে কেকেআরের একাদশে কিছু এমন ক্রিকেটারকে দেখা যেতে পারে যারা হয়তো এমনিতে সুযোগ পেতেন না দলে। এদিকে, প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান আকাশ চোপড়া, চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মরশুমের এই প্রথম ম্যাচের জন্য কলকাতা নাইট রাইডার্সের প্লেয়িং একাদশ বেছে নিয়েছেন।

আকাশ চোপড়া তার ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘আমি ভেঙ্কটেশ আইয়ারের সাথে অজিঙ্কা রাহানে ওপেনিং করাতে চাইছি কারণ ফিঞ্চ এখনও দলে নেই। তাই রাহানেকে ওপেন করতে দেওয়া উচিত। এটা তার মাঠ, এই মাঠটা সে নিজের হাতের তালুর মতোই চেনে। শ্রেয়স আইয়ারকে 3 নম্বরে এবং নীতীশ রানাকে ৪ নম্বরে খেলতে হবে। এরপর একের পর এক আপনার চার বিদেশি খেলোয়াড়- স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ ও চমিকা করুনারত্নেকে নামালে ভালো হয়। এরপর উমেশ যাদব, বরুণ চক্রবর্তী ও শিবম মাভি হবেন তিন জেনুইন বোলার.
আকাশ চোপড়ার কেকেআর একাদশ:
ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার (সি), নীতীশ রানা, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, চমিকা করুনারত্নে, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, শিবম মাভি।





Made in India