বাংলাহান্ট ডেস্ক: অন্তর্বাস পরে ছবি পোস্ট করায় ধর্ষণের হুমকি (rape threats) পেতে হল পরিচালক অনুরাগ কাশ্যপের (anurag kashyap) কন্যা আলিয়া কাশ্যপকে (aaliyah kashyap)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অন্তর্বাস পরে ছবি পোস্ট করায় তুমুল ট্রোলের মুখে পড়েছেন তিনি। সঙ্গে এসেছে একের পর এক ধর্ষণের হুমকি।
এবার এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন আলিয়া। নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি লম্বা চওড়া পোস্ট শেয়ার করেছেন তিনি। লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ আমার মানসিক স্বাস্থ্যের জন্য খুবই খারাপ কেটেছে। যখন থেকে আমি অন্তর্বাস পরে ছবি পোস্ট করেছি তখন থেকে আমি অত্যন্ত জঘন্য, নোংরা কমেন্ট পেয়ে চলেছি। গত কয়েক সপ্তাহ আমি এত ভয় পেয়েছি যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল ডিলিট করে দেওয়ার কথাও ভেবেছি।’

এরপর আলিয়া লেখেন, ‘আমি এগুলো উপেক্ষা করব ভেবেছিলাম কিন্তু সত্যিটা হল আমাদের এই বিষয়ে কথা বলা উচিত কারণ এই ধরনের কমেন্টই রেপ কালচারের জন্ম দেয় ও ভারত ও এবং সারা বিশ্বের মেয়েদের প্রভাবিত করে।’
আলিয়া আরো লেখেন, ‘আমরা এমন একটা দেশ যারা কোনো মেয়ের যৌন হেনস্থা হলে মোমবাতি মিছিল করব কিন্তু তার জীবিত অবস্থায় তাকে রক্ষা করব না। সত্যিটা হল ভারতে মেয়েদের এভাবেই বড় হতে হয়। আমিও এই ধরনের মন্তব্য শুনে শুনে বড় হয়েছি। এমনকি মধ্যবয়স্ক ব্যক্তিরা পর্যন্ত নাবালিকাদের হেনস্থা করে। আর অনেকে এতটাই ভন্ড যারা হেনস্থা করে তারাই সমাজের কাছে ভাল সাজে।’
https://www.instagram.com/p/CLvvSv3A1t_/?igshid=dzeh86aipmjp
এই পোস্টের সঙ্গে কমেন্ট ও মেসেজের কয়েকটি স্ক্রিনশটও পোস্ট করেছেন আলিয়া। ভারতীয় হয়ে অন্তর্বাস পরে ছবি দেওয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে তাঁকে। তবে আলিয়া যে ভাবে গোটা বিষয়টা নিয়ে সরব হয়েছেন তাতে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তারকারা। প্রশংসা করেছেন অনুরাগের প্রাক্তন স্ত্রী কালকি কোয়েচলিনও।





Made in India