বাংলাহান্ট ডেস্ক: মাস কয়েক আগে ঢাকঢোল পিটিয়ে ঘোষনা করে আলাদা হয়ে গিয়েছেন আমির খান (aamir khan) ও কিরণ রাও (kiran rao)। প্রথম বিয়ের মতোই দ্বিতীয় বিয়েতেও ১৬ বছর সংসার করার পর বিচ্ছেদ ঘোষনা করেন ‘পারফেকশনিস্ট’ আমির। তবে তাঁরা জানিয়েছিলেন, দাম্পত্য সম্পর্ক ভাঙলেও বন্ধুত্বটা টিকিয়ে রাখবেন। ছেলে আজাদকে একসঙ্গে বড় করে তুলবেন।
কথা রেখেছেন আমির। বিচ্ছেদের কিছুদিন পরেই প্রাক্তন স্ত্রী ও ছেলেকে নিয়ে লাদাখে সময় কাটাতে দেখা গিয়েছিল তাঁকে। এবার আজাদের জন্মদিনেও কিরণের সঙ্গে মিলেই সেলিব্রেট করলেন অভিনেতা। ১০ এ পা দিল ছোট্ট আজাদ। সেই উপলক্ষে পরিবারের কিছু সদস্যদের নিয়ে উদযাপনে মেতেছিলেন আমির। এমনকি সৎ ভাইয়ের জন্মদিনে উপস্থিত ছিলেন অভিনেতার প্রথম পক্ষের ছেলে জুনেইদও।

লেখিকা শোভা দে জন্মদিনের পার্টির বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সেখানেই দেখা মিলল সপরিবারে আমিরের। বাবার পাশে বসে থাকতে দেখা গেল জুনেইদকে। ছোট্ট আজাদের জন্য চকোলেটের উপরে স্ট্রবেরি দেওয়া কেক আনা হয়েছিল। সঙ্গে কোল্ড ড্রিংকসেরও ব্যবস্থা ছিল। পার্টিতে বেশ হাসিমুখেই দেখা গেল আমিরকে।
গত জুলাই মাসে কিরণের রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘোষনা করেন আমির। ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন তিনি। যদিও তার আগে দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে ছিলেন দুজন। আমিরের এই সংসারটাও ১৬ বছরই চলল। অনেকেই জানেন না কিরণ রাওও কিন্তু এক সময় আমিরের প্রথম স্ত্রী রীনার সহকারী হিসেবেও কাজ করেছেন। প্রথম বিচ্ছেদের পরেই কিরণের কাছাকাছি আসেন আমির।
https://www.instagram.com/p/CW8hYexNX9D/?utm_medium=copy_link
সম্প্রতি শোনা যাচ্ছে, আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’র মুক্তির পরেই তৃতীয় বিয়ের ঘোষনা করবেন আমির। কারণ তিনি চান না তাঁর ব্যক্তিগত জীবনের খবর ছবির উপর থেকে সমস্ত লাইমলাইট কেড়ে নিক। ছবির সঙ্গে কোনো বিতর্ক জড়াক তা চান না আমির। তৃতীয় স্ত্রী হিসাবে অভিনেতার ‘দঙ্গল’ সহ অভিনেত্রী ফতিমা সানা শেখের নাম উঠে আসছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্যই করেননি আমির।





Made in India