বাংলাহান্ট ডেস্ক: আমির খানের (Aamir Khan) কেরিয়ারে চিরকাল একটা কলঙ্ক হয়ে থেকে যাবে ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)। কয়েকশো কোটি টাকা খরচ করে হলিউডের ক্লাসিক ‘ফরেস্ট গাম্প’ এর হিন্দি রিমেক বানিয়েছিলেন আমির। কিন্তু ছবিটার যে এই হাল হবে তা কেউ দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। লাভ তো দূরের কথা, ১৮০ কোটি টাকা বাজেটের অর্ধেকও ভারতে তুলতে পারেনি এই ছবি। এবার লাল সিং এর ব্যর্থতার জন্য আমিরের ঘাড়ে দোষ চাপালেন প্রযোজকরা।
বলিউডি সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রযোজকরা নাকি প্রচণ্ড ক্ষুব্ধ আমিরের উপরে। ছবির ব্যর্থতার জন্য সম্পূর্ণ রূপে অভিনেতাকেই দায়ী করছেন তাঁরা। লাল সিং চাড্ডা ছবিটির সহ প্রযোজনা করেছে আমির খান প্রোডাকশনস এবং ভায়াকম ১৮। সূত্রের খবর মানলে, হলিউডের ফরেস্ট গাম্পের হিন্দি রিমেক বানানোর জন্য স্বত্ব কেনার সময়ে ১৮০ কোটি টাকা দিয়ে আমিরকে সাহায্য করে ভায়াকম ১৮।

অথচ ছবির প্রচারের সময়ে সহ প্রযোজকের কোনো মতামতই নাকি নেওয়ার প্রয়োজন বোধ করেননি আমির। নিজের ইচ্ছা মতো প্রচার করেছেন ছবির। শুধু তাই নয়, বিভিন্ন নন ফিকশন শো গুলিতে গিয়ে প্রচার করার সিদ্ধান্তও নাকি আমির একা নিয়েছিলেন। ‘কফি উইথ করন’এ যাওয়ার ব্যাপারে শেষ মুহূর্তে জানানো হয়েছিল ভায়াকম ১৮ কে। কউন বনেগা ক্রোড়পতিতে যাওয়ার সিদ্ধান্তও আমিরের একার ছিল। কার্যত নিজেকে একাই একশো বানিয়ে নিয়েছিলেন আমির।
ফলতঃ এখন ছবি মুখ থুবড়ে পড়ায় আমিরও আকাশ থেকে সোজা মাটিতে ছিটকে পড়েছেন। আর তাঁকে টেনে নামিয়েছেন সহ প্রযোজকরাই। মিস্টার পারফেকশনিস্ট এর বাড়াবাড়ির জন্যই নাকি লাল সিং চাড্ডা ডুবেছে বলে অভিযোগ প্রযোজকদের। ১৮০ কোটি টাকার বিপুল ক্ষতি সামলানো সহজ নয়। তাই আমিরের উপরে ক্ষোভও বেড়েছে দ্বিগুণ।

অন্যদিকে শোনা গিয়েছিল, লাল সিং চাড্ডার পরিণতি দেখে আমির নাকি ভেঙে পড়েছেন। নিজেকে গৃহবন্দি করে নিয়েছেন তিনি। কিন্তু বলিউডের অন্দরের খবর অন্যকিছু বলছে। শোনা যাচ্ছে, ক্ষতির ধাক্কা সামলে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন আমির। দুটো নতুন ছবি রয়েছেন তাঁর ঝুলিতে। ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজের আসন্ন একটি ছবিতে প্রযোজনা এবং অভিনয় দুটোই করতে চলেছেন তিনি।
এছাড়াও আরো একটি ছবি রয়েছে আমিরের হাতে। সেই ছবিটি অবশ্য তিনি প্রযোজনা করবেন না। তবে সবটাই এখনো জল্পনার পর্যায়ে রয়েছে। এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষনা করেননি আমির। আপাতত প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং ছেলে আজাদকে নিয়ে কিছুদিন বিদেশে ছুটি কাটাবেন তিনি। এক্ষুণি ইন্ডাস্ট্রি মুখো হওয়ার ইচ্ছা নেই তাঁর।





Made in India