বাংলাহান্ট ডেস্ক : ফিল্মি কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন আমির খান (Aamir Khan)। বলিউডের খ্যাতনামা নায়ক বর্তমানে চর্চায় রয়েছেন নিজের ব্যক্তিগত জীবনের দৌলতে। ৬০ এর দোড়গোড়ায় দাঁড়িয়ে আবারও প্রেম কথা জানিয়েছেন আমির। দু দুটি বিবাহ বিচ্ছেদের পর এবার নতুন করে প্রেমে পড়েছেন তিনি। সদ্য নতুন ছবিও মুক্তি পেতে চলেছে আমিরের (Aamir Khan)। আর এবার অবসর নিয়ে মুখ খুললেন তিনি।
দীর্ঘ বিরতির পর ফিরছেন আমির খান (Aamir Khan)
বলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেতা আমির। ঝুলিতে অগুনতি সুপারহিট ছবি রয়েছে মিস্টার পারফেকশনিস্টের। তবে ইদানিং একটু ব্যাকফুটেই রয়েছেন তিনি। বিশেষ করে ‘লাল সিং চাড্ডা’র ঘোরতর ভরাডুবির পর হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন আমির (Aamir Khan)। এতই বড় ধাক্কা লেগেছিল তাঁর যে ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। ভেবেছিলেন আর ছবিই বানাবেন না।

শেষ ছবির ঘোষণা করলেন অভিনেতা: পরে অবশ্য সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন আমির (Aamir Khan)। দীর্ঘ বিরতির পর আবারও ‘সিতারে জমিন পর’ ছবির হাত ধরে পর্দায় ফিরছেন তিনি। চলছে প্রচার পর্ব। এর মাঝেই বিষ্ফোরক আমির (Aamir Khan), আর একটি ছবির পরেই সম্ভবত অভিনয়কে বিদায় জানাবেন তিনি। সেটি হল তাঁর স্বপ্নের প্রোজেক্ট ‘মহাভারত’। আমিরের বক্তব্য, মহাভারত এর পর হয়তো আর কিছুই করার থাকবে না তাঁর।
আরো পড়ুন : বিচারক হওয়ার স্বপ্ন ছেড়ে দ্বিতীয় কনিষ্ঠতম সাংসদ, নাইট তারকা রিঙ্কুর হবু স্ত্রীকে চেনেন?
এটাই স্বপ্নের প্রোজেক্ট: আমিরের (Aamir Khan) কথায়, মহাভারতের কাহিনি, স্তর, চরিত্রের বৈচিত্র, বিরাট পরিধি সবকিছুই বিবেচনা করতে হবে। গুছিয়ে চিত্রনাট্য লিখতেই অনেকটা সময় চলে যাবে বলে মন্তব্য করেন আমির। সেই সঙ্গে মহাভারত ছবিটি একজন পরিচালকের পক্ষে বানানো সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি। সেক্ষেত্রে তিনি যাদের বেছে নেবেন তারাও যথেষ্ট দায়িত্ব সরকারেই কাজটি করবেন বলে মত আমিরের (Aamir Khan)।
আরো পড়ুন : ‘আইটেম-হারাম’ শব্দে আপত্তি সেন্সরের, কাঁচি চলল একাধিক দৃশ্যে, বিরাট চমক নিয়ে মুক্তি পাচ্ছে ‘হাউজফুল ৫’
অভিনেতা বলেন, মহাভারত তাঁর স্বপ্নের প্রোজেক্ট। এই ছবি করতে গিয়ে তাঁর যদি মৃত্যুও হয় তাতেও তাঁর আক্ষেপ নেই বলে মন্তব্য করেন আমির। প্রসঙ্গত, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সিতারে জমিন পর। তারে জমিন পর এর সিক্যুয়েল হতে চলেছে এটি। এই ছবির হাত ধরেই হারানো জনপ্রিয়তা ফিরে পাবেন আমির, এমনটাই আশা অনুরাগীদের।





Made in India