বাংলাহান্ট ডেস্কঃ দেশে ফের করোনার (Corona) গ্রাফ ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। যা নিয়ে গতকালই কেন্দ্রের তরফে জারি করা হয়েছে নয়া কোভিড বিধিও (New Covid Guideline)। ইতিমধ্যেই করোনা থাবা বসিয়েছে একাধিক সেলিব্রেটিদের উপর। এবার আক্রান্ত হলেন আমির খান ( Amir Khan )।
দেশে করোনা আক্রান্তের নিরিখে প্রথম স্থানে রয়েছে আমির খান। সেখানে একাধিক বলিউড ( Bollywood ) তারকা আক্রান্ত হয়েছেন করোনায়। এবার আক্রান্ত হলেন ৫৬ বছর বয়সী আমির খান। এই খবরের সত্যতা স্বীকার করেছেন আমিরের মুখপাত্র। তিনি জানিয়েছেন সমস্ত বিধি মেনে আমির নিজেকে হোম কোয়ারেন্টাইনে রেখেছেন।

এদিন আমিরের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আনার পাশাপাশি, তাঁর মুখপাত্র এও আবেদন করেন যে, গত কয়েকদিনের মধ্যে যারা অভিনেতার সংস্পর্শে এসেছেন, তারা যেন নিজেদের কোয়ারেন্টাইনে রাখেন। উল্লেখ্য গত বছর জুন মাসে আমির খান জানিয়েছিলেন তাঁর বাড়ির কয়েকজন কর্মচারীর করোনা ইতিবাচক ধরা পড়েছে। তবে তখন তিনি এও জানিয়েছিলেন যে, তাঁর পরিবারের সবারই কোভিড পরীক্ষায় নেতিবাচক রেজাল্ট এসেছিল।
প্রসঙ্গত গত কয়েকদিন আগে, আমির তাঁর জন্ম দিনের পরই সোশ্যাল মিডিয়ায় ( Social Media ) একটি পোস্ট করে জানিয়েছিলেন, তাঁর হৃদয় পূর্ণ হয়ে গিয়েছে। এবার তিনি সোশ্যাল মিডিয়া ছাড়ছেন।





Made in India