বাংলা হান্ট ডেস্ক: ‘ইন্ডিয়া’ লেখা একটি প্লাস্টিক ব্যাগে মোড়া সদ্যজাত শিশুকে উদ্ধার করল পুলিশ। পুলিশ বাচ্চাদের নাম রাখল ‘বেবি ইন্ডিয়া’।
ঘটনাটি ঘটেছে আমেরিকার জর্জিয়ায়।

এক স্থানীয় বাসিন্দা বাড়ির পেছনের রাস্তায় শিশুর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলেন। তিনি খবর দেন পুলিশে। বাচ্চাটির মা কে খোঁজার জন্য গত৬ জুন পুলিশ একটি ভিডিও ফুটেজ বের করেন। সেই ফুটেছে এক পুলিশ অফিসার কে বলতে শোনা যাচ্ছে, ‘একবার দেখ,তুমি কতটা দামি তুমি জানোনা’। এরপর বাচ্চাটিকে চিকিৎসকদের হাতে প্রাথমিক চিকিৎসার জন্য তুলে দেওয়া হয়।
রাস্তা থেকে উদ্ধার করা হল ‘বেবি ইন্ডিয়া’ কে
সম্পর্কিত খবর





Made in India