বাংলাহান্ট ডেস্ক : মালা রানী পাল নামের এক টেট পরীক্ষার্থী আরটিআই করে জানতে চেয়েছিলেন পরীক্ষার নম্বর। কিন্তু তাকে প্রদান করা হয়নি সঠিক তথ্য। সেই পরিপ্রেক্ষিতে দায়ের করা মামলায় পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) এর আগে ২ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছিলেন। যে সময় ওই প্রার্থী আবেদন করেন সেই সময় পর্ষদের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য।
জানা গিয়েছে, গত ৫ই ফেব্রুয়ারি বিচারপতি নির্দেশ দেন পর্ষদের প্রাক্তন সভাপতিকে রেজিস্টার জেনারেলের কাছে জরিমানার (Fine) টাকা ১৬ই ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে। মানিক ভট্টাচার্য আদালতের সেই নির্দেশ পালন করেননি। এর ফলে আদালতের নির্দেশ পুনরায় আরও দু লক্ষ টাকা যোগ করা হয়েছে। অর্থাৎ বিচারপতি মানিক ভট্টাচার্যকে মোট চার লক্ষ টাকা জরিমানার দেওয়ার নির্দেশ দিয়েছেন।
জরিমানার এই টাকা আগামী ১০ দিনের মধ্যে জমা দিতে হবে কলকাতা হাইকোর্ট লিগাল সার্ভিস কমিটির কাছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় আদালতের তরফে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে জরিমানার টাকা না জমা দিলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। মানিক ভট্টাচার্য ইতিমধ্যেই ৫ই ফেব্রুয়ারি নির্দেশের বিরুদ্ধে আদালতে আপিল করেছেন। এখনও পর্যন্ত সেই মামলার কোন নির্দেশ আসেনি।

বিচারপতি মানিক ভট্টাচার্যের আইনজীবীকে নির্দেশ দিয়েছিলেন যে প্রয়োজনে নির্দেশের এই কপি জেলে গিয়ে নিয়ে আসতে। কিন্তু এখনও পর্যন্ত সেই নির্দেশ পালন করা হয়নি শুনে বিচারপতি এদিন ক্ষুব্ধ হয়ে বলেন, “মানিক ভট্টাচার্য যেন না ভাবেন তাকে আদালত ছেড়ে দেবে। যদি পরবর্তী সময়সীমার মধ্যে জরিমানার টাকা জমা না দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে আদালত কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।”
 
			 





 Made in India
 Made in India