বাংলা হান্ট ডেস্কঃ লোকসভার পর বিধানসভার উপনির্বাচনেও (By Election) ছক্কা হাঁকিয়েছে তৃণমূল। বিজেপি, সিপিএম সব বিরোধীদের কুপোকাত করে ছয়ে ছয় মমতা-অভিষেকরা (Abhishek Banerjee)। এদিন জয়ের অঙ্ক স্পষ্ট হতেই মুখ খুললেন দলের ‘সেকেন্ড ইন কম্যান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিপুল জয় নিয়ে দলীয় কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একই সাথে বাংলার মানুষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অভিষেক।
এদিন সোশাল মিডিয়ার বার্তায় অভিষেক লেখেন, “পশ্চিমবঙ্গের উপনির্বাচনে তাদের নির্ণায়ক জয়ের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সকলকে অভিনন্দন। জমিদার, মিডিয়া এবং কলকাতা হাইকোর্টের একটি অংশ তাদের নিজস্ব স্বার্থসিদ্ধিতে বাংলাকে বদনাম করার জন্য একটা ন্যারেশন তৈরির চেষ্টা করেছিল। তবে বাংলার মানুষ সেসব অস্বীকার করেছে ।”
‘মাদারিহাটবাসীকে বিশেষ ধন্যবাদ আমাদেরকে প্রথমবারের মতো আপনাদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য। আমি পশ্চিমবঙ্গের জনগণের সামনে মাথা নত করছি, গণতান্ত্রিকভাবে বাংলা বিরোধীদের চূর্ণ করার জন্য ও আমাদের প্রতি তাদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য।’ এক্স হ্যান্ডেলে লেখেন অভিষেক।
সেই পোস্টে অভিষেক আরও লিখেছেন, “প্রতিটি তৃণমূল কর্মী, জেলা, ব্লক এবং অঞ্চলের নেতার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, তাদের কঠোর পরিশ্রম, উৎসর্গ এবং জনগণের সেবায় ও বাংলার মর্যাদা-গর্বকে সমুন্নত রাখতে অক্লান্ত প্রচেষ্টার জন্য ! জয় বাংলা।” অভিষেকের এই সোশাল মিডিয়া বার্তা সামনে আসতেই শুরু হয়েছে জোর চৰ্চা।

আরও পড়ুন: ১ জানুয়ারি থেকেই…! সরকারি কর্মীদের নতুন বেতন কমিশন কবে? DA নিয়েও হাতেগরম আপডেট
রাজনৈতিকমহলের মতে, এভাবে হাইকোর্টের একাংশকে নিশানা করার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরাসরি বিচার ব্যবস্থাকে আক্রমণ শানানোর বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। অন্যদিকে উপনির্বাচনের জয়ে সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা মাটি মানুষকে জানাই প্রণাম জোহার ও সালাম। আপনাদের এই আশির্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে । আমরা সবাই সাধারণ মানুষ এটাই আমাদের পরিচয় । আমরা জমিদার নই, মানুষের পাহারাদার । আপনাদের আশিস আজীবন হৃদয়ের স্পর্শ করে থাকবে । জয় বাংলা।’





Made in India