বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের (Loksabha Vote) মাঝে সন্দেশখালির একের পর এক স্টিং ভিডিও নিয়ে ব্যাকফুটে বিজেপি (BJP)। ইতিমধ্যেই স্টিং অপারেশনের একাধিক ভিডিও সবার সামনে এসেছে। প্রথম ভিডিও সামনে এনেছিল তৃণমূলই (Trinamool Congress)। যেখানে স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যায় সন্দেশখালির গোটা ঘটনাই সাজানো। সবটাই হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশ ও পরামর্শে। এখানেই শেষ নয়, তারপরই সামনে এসেছে সন্দেশখালির মহিলাদের ভিডিও। আর সম্প্রতি সামনে এসেছে আরও এক স্টিং ভিডিও। যা নিয়ে চরম বেকায়দায় পড়েছে বিজেপি। যদিও কোনো ভিডিয়োই যাচাই করে দেখেনি বাংলাহান্ট। তবে এই ভিডিও ঘিরেই এখন উত্তপ্ত রাজ্য-রাজনীতি।
সন্দেশখালির স্টিং ভিডিওকে হাতিয়ার করে ময়দানে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এমনকি এই ইস্যুতে প্রধানমন্ত্রীর উদ্দেশে তোপ দাগতে ছাড়েন নি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চতুর্থ দফা ভোটের আগের দিন বিজেপিকে তুলোধোনা করে অভিষেক বলেন, , ‘আজকে সভা করতে প্রধানমন্ত্রী এসেছিলেন বাংলায়। ভেবেছিলাম হয়তো সন্দেশখালি নিয়ে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইবেন। তবে সেটা হল না। এখন আমি বুঝতে পারছি, এই ঘটনায় শুধু বাংলার বিজেপি নেতারা দায়ী নন, দিল্লির বিজেপি নেতাদের অঙ্গুলিহেলনেই সন্দেশখালির ঘটনা ঘটেছে।’
এদিন হাওড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়ে সন্দেশখালি এবং এসএসসি নিয়ে বিজেপি ও প্রধানমন্ত্রী কড়া আক্রমণ করেন অভিষেক। বলেন, ‘বিজেপির দুটো বেলুন ছিল। সন্দেশখালি আর এসএসসি। কিছু ভোটের জন্য একটা রাজনৈতিক দল, এতটা নির্লজ্জ, এতটা নিকৃষ্ট, এতটা নিচে নামতে পারে, যে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে দু’হাজার টাকা দিয়ে সম্মান দিল্লির কাছে বিক্রি করে দিতেও ভাবে না।’

আরও পড়ুন: কেতুগ্রামে খুন তৃণমূল কর্মী, দুর্গাপুরে BJP বিধায়ককে ধাক্কা! ৪র্থ দফার শুরুতেই ফের অশান্ত বাংলা
SSC প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, ‘ মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিচ্ছেন। আর সেই চাকরি যাতে চলে যায় সেজন্য আদালতে যাচ্ছে বিজেপি। আমি চাই, সঠিকভাবে পরীক্ষা দিয়েছি যারা চাকরি পেয়েছেন তাদের একজনেরও যেন চাকরি না যায়। একদিকে স্টিং অপারেশন হয়ে সন্দেশখালির বেলুন ফুস হয়ে গিয়েছে। অন্যদিকে এসএসসির বেলুনে আলপিনটা সুপ্রিম কোর্টই ফুটিয়ে দিয়েছে।’





Made in India