বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগেই দলে নতুন দায়িত্ব পেয়েছেন। এখন তাঁর উপর অনেক চাপ। রাজ্যের সংগঠন মজবুত করার পাশাপাশি গোটা দেশে ঘাসফুল ফোটানোর লক্ষ্যে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক নেতা-মন্ত্রী বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করছেন তিনি। আর এরই মধ্যে ওনার মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন
এসএসকেএম-র উডবার্ন ওয়ার্ডে ভর্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা। শত ব্যস্ততার মাঝে মঙ্গলবার হাসপাতালে মায়ের সঙ্গে দেখা করতে যান অভিষেক। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন তিনি।
মঙ্গলবার সকালে হাঁটুর সমস্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা হাসপাতালে ভর্তি হন। এসএসকেএম-এর ফিজিক্যাল মেডিসিন চিকিৎসক রাকেশ প্রামাণিকের তত্বাবধানে ওনার চিকিৎসা চলছে। মঙ্গলবার বিকেল ৪ঃ২০ নাগাদ মায়ের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান অভিষেক। সেখানে ১৫ মিনিটের মতো থেকে বেরিয়ে আসেন তিনি।





Made in India