বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে তৃণমূলের (Trinamool Congress) সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। দিনদুয়েক আগেই প্রকাশ্যে এসেছিল সেই দিনক্ষণ। তবে এবার আচমকাই তা পিছিয়ে গেল। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে নয়া আপডেট।
কবে বৈঠকে বসছেন অভিষেক (Abhishek Banerjee)?
সম্প্রতি নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের (TMC) একটি মেগা সভার আয়োজন করা হয়েছিল। ছাব্বিশের ভোটের আগে ‘ভূতুড়ে ভোটার’ তাড়াতে সেই সভা থেকেই একটি বড় কমিটি তৈরি করে দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেই ভোটার তালিকা কমিটির বৈঠকে অনুপস্থিতি ছিলেন তৃণমূল সেনাপতি অভিষেক। সেদিনই জানা যায়, আগামী ১৪ মার্চ দলের সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
এবার সেই বৈঠক নিয়েই সামনে আসছে নয়া আপডেট। জানা যাচ্ছে, ১৪ মার্চের পরিবর্তে আগামী ১৬ মার্চ তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ। তবে হঠাৎ কেন এই বৈঠক পিছনোর সিদ্ধান্ত নেওয়া হল, সেই বিষয়ে কিছু জানা যায়নি।
আরও পড়ুনঃ ‘জোর করে না বললে আমরা কিছুই করব না’! যাদবপুরকাণ্ডে ফের বিস্ফোরক! এবার কাকে নিশানা সৌগতর?
এদিকে গত বৃহস্পতিবার তৃণমূলের ভোটার তালিকা কমিটির বৈঠকে অভিষেকের অনুপস্থিতি নিয়ে বেশ কিছু প্রশ্ন মাথাচাড়া দিয়েছিল। সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, সেদিন কলকাতাতেই ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তাহলে কেন বৈঠকে এলেন না? এই বিষয়ে অভিষেক-ঘনিষ্ঠ এক নেতা বলেন, ‘সেবাশ্রয়ের অন্তিম পর্বের কাজ নিয়ে সাংসদ ব্যস্ত। হয়তো সেই কারণেই যেতে পারেননি’।

মমতার গড়ে দেওয়া ভোটার তালিকা কমিটির প্রথম বৈঠকে হাজির না হলেও জানা যায় ১৪ মার্চ তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন অভিষেক (Abhishek Banerjee)। তবে এবার সেই বৈঠকও একদিন পিছিয়ে দেওয়া হল। জানা যাচ্ছে, ১৪ তারিখের পরিবর্তে ১৬ মার্চ সেই বৈঠক করবেন তৃণমূল সেনাপতি। সেখান থেকে তিনি কী বার্তা দেন আপাতত সেটাই দেখার।





Made in India