বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি হোক কিংবা অনলাইন গেমিং অ্যাপ প্রতারণা, বাংলার একাধিক প্রান্ত থেকে কোটি কোটি নগদ অর্থ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। সম্প্রতি এক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৭ কোটির অধিক অর্থ উদ্ধার করে ইডি (Enforcement Directorate) আর এবার অভিযুক্তর অ্যাকাউন্ট থেকে আরও ১৪ কোটির খোঁজ পেল কলকাতা পুলিশ (Kolkata Police)।
সম্প্রতি, স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। অর্পিতার ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা এবং একাধিক সোনা গয়না মেলার ঘটনায় শোরগোল পড়ে যায় সর্বত্র। সেই রেশ কাটতে না কাটতেই কয়েকদিন পূর্বে গার্ডেনরিচের এক ব্যবসায়ীর বাড়ি থেকে পুনরায় উদ্ধার হয় ১৭.৩২ কোটি টাকা, যা হতবাক করে তোলে সকলকে।
গার্ডেনরিচের যুবক আমির খানের বাড়িতে তল্লাশি চালিয়ে ১৭ কোটির অধিক নগদ অর্থ উদ্ধার করে ইডি। পরবর্তীতে জানা যায়, ওই যুবক অনলাইন গেমিং অ্যাপ প্রতারণার সঙ্গে যুক্ত। যদিও বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের পর আত্মগোপন করে আমির। ল গাজিয়াবাদ থেকে অভিযুক্তকে অবশেষে গ্রেফতার করে কলকাতা পুলিশ। আর এবার তার অ্যাকাউন্ট থেকে আরো বিপুল পরিমাণ অর্থের সন্ধান পাওয়া গেল।
এক্ষেত্রে আমিরের বিরুদ্ধে তদন্তের সময়ই ইডি দাবি করে যে, অভিযুক্ত ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আদান প্রদান করত। সেই সূত্র ধরে এদিন কলকাতা পুলিশের তরফ থেকে আমির খানের একটি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়, যেখান থেকে ১৪ কোটি ৫৩ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। সম্পূর্ণ টাকাটাই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ছিল বলে খবর।

উল্লেখ্য, তদন্তের সময় মুম্বইয়ের একটি সংস্থার নাম সামনে উঠে আসে। ইডির দাবি, ওই সংস্থা এবং অন্যান্য একাধিক কোম্পানির সঙ্গে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা লেনদেন করত অভিযুক্ত যুবক। একইসঙ্গে এ মামলায় উঠে এসেছে এক তৃণমূল কংগ্রেস কাউন্সিলর এবং রাজ্য মন্ত্রিসভার প্রভাবশালী সদস্যের নাম। ফলে সবমিলিয়ে অনলাইন গেমিং অ্যাপ দুর্নীতি মামলায় তদন্ত চালিয়ে শেষ পর্যন্ত রহস্যের নয়া কোন দিক উঠে আসে, সেটাই দেখার।





Made in India