বাংলাহান্ট ডেস্ক : প্রাচীন ভারতের অন্যতম বড় পন্ডিত ছিলেন আচার্য চাণক্য (Acharya Chanakya)। চাণক্য নীতি আজও গোটা বিশ্বজুড়ে চর্চিত। প্রাচীন ভারতের এই মহান পন্ডিত মানুষের জীবনের প্রত্যেকটি বিষয় নিয়ে নিজের মত পোষণ করে গিয়েছেন। অর্থশাস্ত্র ছাড়াও আচার্য চাণক্য মানুষের জীবনের প্রতিটি বিষয় সম্পর্কে নিখুঁত বর্ণনা দিয়ে গিয়েছেন।

অনেকেই বলে থাকেন আচার্য চাণক্যর (Acharya Chanakya) বাণী যদি মেনে চলা যায় তাহলে জীবনে সফলতা আসতে পারে খুব সহজেই। এছাড়াও মানব জীবনের বিভিন্ন দিক সম্পর্কে খোলাখুলি আলোচনা করে গিয়েছেন চাণক্য (Chanakya)। একজন কামুক পুরুষকে কীভাবে চিনবেন সেই বিষয়েও বলে গিয়েছেন চাণক্য। এই পাঁচটি বৈশিষ্ট্য থাকলে সহজেই চিহ্নিত করতে পারবেন কামুক পুরুষকে।
আচার্য চাণক্যর (Acharya Chanakya) মতে কামুক পুরুষের ৫ লক্ষণ (Nature):
• কামুক পুরুষেরা সর্বদা নিজেদের সাজ-পোশাকের উপর অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন। মহিলাদের আকর্ষণ করতে সর্বদা ভালো পোশাক ও সুগন্ধি মেখে ঘুরে বেড়ান এই ধরনের পুরুষেরা।
• রাস্তাঘাটে কামুক পুরুষদের চোখ কখনো স্থির থাকে না। তারা সর্বদা সব ধরনের নারীকে পর্যবেক্ষণে রাখেন। নতুন নতুন নারীর সাথে বন্ধুত্ব পাতাতে পছন্দ করেন এরা।
আরোও পড়ুন : বলিউড করেনি কদর, ঢালিউডের সুপারস্টার, ‘বাংলাদেশের শাহরুখ খান’ এর তকমা পান এই অভিনেতা!
• কামুক পুরুষ সর্বদা স্ত্রী বা প্রেমিকার কাছে গোপনীয়তা বজায় রেখে চলেন। এইভাবে তারা চান একসাথে একাধিক নারীর সাথে সম্পর্ক তৈরি করতে।
• কামুক পুরুষ কখনো অল্পতে সন্তুষ্ট হন না। একটি জিনিসে এরা কখনোই খুশি হয় না।

• কামুক পুরুষেরা কখনোই এক নারীতে সন্তুষ্ট নয়। তাই এরা মিথ্যার আশ্রয় নিয়ে বারবার সম্পর্কে জড়াতে চান একাধিক নারীর সাথে। নারীদের বশে আনতে কামুক পুরুষেরা মিথ্যার আশ্রয় নেয়। এদের মাথায় সর্বদা ছলচাতুরি খেলা করে।





Made in India