বাংলাহান্ট ডেস্ক: একের পর এক বিচ্ছেদের খারাপ খবরের মাঝে সুখবর জানালেন অভিনেতা মোহিত রায়না (Mohit Raina)। বাবা হলেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী অদিতি শর্মা। সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাত সন্তানের একটি ছবি শেয়ার করে সুখবর জানিয়েছেন মোহিত।
শুক্রবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন মোহিত। ছবিতে শুধু মোহিত আর অদিতির আঙুল দেখা যাচ্ছে। আঙুল দিয়ে এক নবজাতকের ছোট্ট হাত ছুঁয়ে রয়েছেন তাঁরা। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আর ঠিক এভাবেই আমরা ৩ হয়ে গেলাম। এই জগতে তোমাকে স্বাগত’।

মূহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় মোহিতের পোস্ট। ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে অনুরাগীরাও শুভেচ্ছা বার্তা পাঠাতে শুরু করেন নবজাতক এবং নতুন বাবা মায়ের জন্য। একজন লিখেছেন, মহাদেবের ঘরে অশোক সুন্দরীর আগমন হয়েছে। ছোটপর্দার স্টারকিডকে দু হাত বাড়িয়ে আপন করে নিয়েছে সকলে।
হিন্দি টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেতা মোহিত রায়না। তিনি সবথেকে বেশি পরিচিত হন ‘দেবো কে দেব মহাদেব’ সিরিয়ালের জন্য। ওই জনপ্রিয় মেগাতে দেবাদিদেব মহাদেবের ভূমিকায় অভিনয় করেছিলেন মোহিত। ওই সিরিয়ালেই দেখা গিয়েছিল মৌনি রায়কেও। পরবর্তীতে চক্রবর্তী অশোক সম্রাট, ভৌকাল এর মতো সিরিয়াল এবং উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক ছবিতেও অভিনয় করেছিলেন তিনি।

২০২১ সালে অদিতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মোহিত। কিন্তু এক বছর পরেই তাঁদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে টেলিপাড়ায়। সে সময়ে অবশ্য মোহিত সবটাই ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। শেষমেষ তাঁদের বাবা মা হওয়ার খবরে হাঁফ ছেড়ে বাঁচলেন মোহিত অদিতির অনুরাগীরাও।





Made in India