বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হয়েছে স্বস্তির বৃষ্টি। বৃষ্টির সাথে ছিল ঝোড়ো হাওয়া। দীর্ঘ কয়েক দিনের দাবদাহের পর সোমবার সন্ধ্যায় বৃষ্টি পেয়ে হাঁফ ছেড়েছেন সকলে। তবে অভিনেত্রী (Actress) ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) রীতিমত নাজেহাল রাস্তায় জল জমা নিয়ে।
সেই হয়রানির ছবি নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সিঙ্গাপুর থেকে ফিরে সোমবার সারাদিন শুটিংয়ে ব্যস্ত ছিলেন ঋতুপর্ণা। সন্ধ্যার সময় যখন কাজ শেষ হয় তখন কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় শুরু হয়ে গেছে তুমুল বৃষ্টি। প্যাকাপের পর স্টুডিও থেকে বের হয়ে অভিনেত্রী দেখেন চারদিকে জল থইথই অবস্থা।
আরোও পড়ুন : শিয়ালদা স্টেশনের নামকরণের নেপথ্যে আছে ১৫৫ বছরের পুরনো ইতিহাস! জানুন, সেই অজানা কাহিনী
এরপর এক হাঁটু জল পেরিয়ে ঋতুপর্ণা পৌঁছান গাড়িতে। নিজেই পরনের পোশাক সামান্য তুলে জল পেরিয়ে হাঁটতে শুরু করেন। এরপর ধীরে ধীরে এগিয়ে যান গাড়ির দিকে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপলোড করার সাথে সাথে ক্যাপশনে তিনি লিখেছেন, “শুটিংয়ের প্যাকআপ হওয়ার পরে…গতকাল জলমগ্ন রাস্তায়! প্রথম বৃষ্টি।”
আরোও পড়ুন : টিকিট না কেটে ট্রেনে ওঠার জের! ১৮০ টাকা ফাইন হল ছাগলের
তবে কোন ছবির শুটিংয়ে তিনি ব্যস্ত ছিলেন সেই বিষয়ে কিছু জানাননি। তবে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় করতে চলেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উইন্ডোজ প্রোডাকশন হাউসের ‘দাবাড়ু’ সিনেমায়। গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনী অবলম্বনে তৈরি এই ছবিটি পরিচালনা করছেন পথিকৃৎ বসু।
ঋতুপর্ণা এই ছবিতে অভিনয় করছেন ‘দাবাড়ু’র মায়ের ভূমিকায়। অন্যদিকে, আগামী ৭ই জুন মুক্তি পেতে চলেছে ঋতুপর্ণা ও প্রসেনজিৎ জুটির পঞ্চাশতম ছবি ‘অযোগ্য’। এই ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এই ছবিটিকে ঘিরে রীতিমতো চর্চা চলছে তুঙ্গে।





Made in India