বাংলা হান্ট ডেস্ক: কয়েক মাস আগেই আমেরিকান সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) নেতিবাচক রিপোর্টের জেরে প্রবল ক্ষতির সম্মুখীন হয় আদানি গ্রূপ (Adani Group)। সেই ক্ষত এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি সংশ্লিষ্ট গ্রূপটি। তবে, এবার ফের বড়সড় ধাক্কা খেল আদানি গ্রুপের তিনটি কোম্পানি।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আদানি গ্রিন এনার্জি সহ আদানি গ্রুপের ৩ টি কোম্পানি UN-সমর্থিত ক্লাইমেট গ্রূপের কাছ থেকে এই ধাক্কা পেয়েছে। শুধু তাই নয়, এই কোম্পানিগুলি কর্পোরেট গ্রিন গোলসের অনুমোদনের বাইরেও চলে গেছে। এর ফলে ভারতের এনার্জি ট্রানজিশন লিডার হিসেবে নিজেকে স্থাপন করার ক্ষেত্রে আদানি গ্রুপের যে চেষ্টা সেটা প্রভাবিত হয়েছে। উল্লেখ্য যে, আদানি গ্রিন, আদানি ট্রান্সমিশন এবং আদানি পোর্টসকে এপ্রিলের শেষের দিকে সায়েন্স বেসড টার্গেটস ইনিশিয়েটিভস (SBTi) দ্বারা প্রকাশিত “কোম্পানিজ টেকিং অ্যাকশন” তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
কেন ঘটল এমন ঘটনা: জানিয়ে রাখি UN-সমর্থিত গ্রুপ SBTi কোম্পানিগুলিকে গ্লোবাল ওয়ার্মিং প্রশমন সংক্রান্ত প্যারিস চুক্তির লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্য রেখে নির্গমন কমাতে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে সহায়তা করে। এই প্রসঙ্গে SBTi-র তরফে জানানো হয়েছে, “SBTi সার্বজনীনভাবে উপলব্ধ এবং জমা দেওয়া তথ্যের উপর ভিত্তি করে একটি অভ্যন্তরীণ মূল্যায়ন করেছে এবং এই সিদ্ধান্তে পৌঁছেছে যে তিনটি কোম্পানি ইনিশিয়েটিভের মান এবং নীতির প্রয়োজনীয়তার সাথে সম্মত নয়।”
গত ফেব্রুয়ারিতে এই নিয়ে বিরোধ হয়: মূলত, সাসটেইনেবিলিটি মাইন্ডেড বিনিয়োগকারীরা সাধারণত বিনিয়োগ করার আগে SBTi অনুমোদনের সিলমোহর খোঁজেন। আদানির নামের স্টকগুলি ফেব্রুয়ারির শুরুতে ৫০০ টিরও বেশি ESG তহবিলে উপস্থিত হয়েছিল। এমতাবস্থায়, এই মাসের শুরুর দিকে একটি ফাইলিং মারফত জানা গিয়েছে যে, আদানি গ্রূপ তার বিতর্কিত কারমাইকেল কয়লা খনির অর্থায়নের জন্য গ্রিন কোম্পানিগুলির কোল্যাটেরাল পুঁজি হিসাবে ব্যবহার করছে।

শেয়ার বাজারে প্রভাব: এদিকে, মঙ্গলবার বিকেলে আদানি গ্রিনের স্টক BSE-তে পতনের সঙ্গে লেনদেন করে। কোম্পানির স্টক ১.০৭ শতাংশ বা ৯.৮৫ টাকার পতনের সাথে ৯০৬.৮৫ টাকায় ট্রেড করছিল। এদিকে, আদানি ট্রান্সমিশনের স্টকটি ৫ শতাংশের লোয়ার সার্কিটে লেনদেন করে। স্টকটি ৫৭.৪৫ টাকার পতনের সাথে ৯০১.৮৫ টাকায় পৌঁছে যায়। পাশাপাশি, আদানি পোর্টের ক্ষেত্রে মঙ্গলবার বিকেলে শেয়ারটি ০.৮০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৯০.৫০ টাকায় লেনদেন হয়েছিল।





Made in India