বাংলা হান্ট ডেস্ক: ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির (Gautam Adani) মোট সম্পদের পরিমাণ লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে গত সোমবার গৌতম আদানির মোট সম্পদ এক দিনে ৪.০৭ বিলিয়ন ডলার অর্থাৎ ৩৩,৯০০ কোটি টাকা বেড়েছে।
শুধু তাই নয়, বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় সোমবার এটিই সর্বোচ্চ সম্পদ বৃদ্ধি। এর পাশাপাশি, গৌতম আদানির মোট সম্পদ এখন ৯৪.২ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং তিনি বিশ্বের ধনকুবেরদের তালিকায় বর্তমানে ১৩ তম স্থানে রয়েছেন।

এই বছর সবচেয়ে বেশি সম্পদ বৃদ্ধি পেয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২৪ সাল এখনও পর্যন্ত গৌতম আদানির জন্য দুর্দান্ত হিসেবে বিবেচিত হয়েছে। এই বছর তাঁর সম্পদের পরিমাণ উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। আদানির সম্পদ ২০২৪ সালে এখনও পর্যন্ত ৯.৯০ বিলিয়ন ডলার অর্থাৎ ৮২২.৫৯ বিলিয়ন ডলার বেড়েছে। চলতি বছরে বিশ্বের ধনকুবেরদের মধ্যে সম্পদের এটাই সবথেকে বেশি বৃদ্ধি।
আরও পড়ুন: হাসিমুখে চোখের পলক ফেলছেন রামলালা! প্রাণপ্রতিষ্ঠার পরে এই “লীলা” দেখে মুগ্ধ ভক্তরা, ভাইরাল ভিডিও
বিপুল ক্ষতির মুখে আম্বানি: এদিকে, মঙ্গলবার ভারতের আরেক ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্সের শেয়ার ২ শতাংশ কমেছে। ওই কোম্পানির শেয়ার ২.১১ শতাংশ কমে ২,৬৫৬ টাকা হয়েছে। ট্রেডিং সেশনের সময়, কোম্পানির শেয়ার দিনের সর্বনিম্ন ২,৬৪৫ টাকা স্পর্শ করেছিল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, গত ১৫ জানুয়ারি কোম্পানির শেয়ার ৫২ সপ্তাহের সর্বোচ্চ ২,৭৯২.৬৫ টাকায় পৌঁছেছিল। তারপর থেকে কোম্পানির শেয়ার ১৩৬.৬৫ টাকা কমেছে। বিশেষজ্ঞদের মত অনুযায়ী, এই কোম্পানির শেয়ার আগামী মাসে ২০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন: এবার ভারতের হয়ে গর্জে উঠলেন মাস্ক! দিলেন এই বড় প্রতিক্রিয়া, জানলে আপনিও করবেন প্রশংসা
৩৯ হাজার কোটি টাকার লোকসান: এদিকে, এই পতনের কারণে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ক্যাপ ১৮ লক্ষ কোটি টাকার নিচে নেমে গেছে। BSE থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ এই কোম্পানির মার্কেট ক্যাপ কমে হয়েছে ১৭,৯৬,৯৬৬.০৯ কোটি টাকা হয়েছে। যেখানে শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় কোম্পানির মার্কেট ক্যাপ ছিল ১৮,৩৫,৬৬৫.৮২ কোটি টাকা। এর মানে হল যে কোম্পানির মার্কেট ক্যাপ আজ ৩৮,৬৯৯.৭৩ কোটি টাকা কমেছে।
 
			 
 
    




 Made in India
 Made in India