বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় একের পর এক দুর্নীতি ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) একঘরে করতে মরিয়া বিরোধী দলগুলি আর এবার সেই ধারা বজায় রেখে কলকাতার মেয়র তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) চরম কটাক্ষ করে বসলেন প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। ফিরহাদের বিরুদ্ধে এবার অর্থনীতি ভাঙার গুরুতর অভিযোগ প্রকাশ্যে আনলেন কংগ্রেস নেতা।
সাম্প্রতিক কালে বাংলায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি থেকে কয়লা এবং গরু পাচার মামলায় উত্তপ্ত রাজনীতি। অপরদিকে, সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত মামলায় ফিরহাদ সহ অন্যান্য তৃণমূল নেতা মন্ত্রীদের নাম জড়িয়েছে। এর মাঝেই গতকাল গার্ডেনরিচে তল্লাশি চালিয়ে এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি থেকে ১৭ কোটির বেশি নগদ অর্থ এবং একাধিক সোনা গয়না উদ্ধার করে ইডি অফিসাররা। সেই ইস্যুকে হাতিয়ার করেই এদিন কলকাতার মেয়রের বিরুদ্ধে আক্রমণ শানালেন অধীর চৌধুরী।
গতকাল গার্ডেনরিচে ইডির তল্লাশি প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “বর্তমানে বাংলার একাধিক প্রান্তে ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে। এসব কিছু তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর জন্য করা হয়ে চলেছে। আরও একটি কারণ থাকতে পারে। তা হলো, বাংলার ব্যবসায়ীদের ভয় দেখানো, যাতে তারা বাংলায় ব্যবসা না করে। সেই কারণে একের পর এক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এগুলি বাংলার অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত।”
তৃণমূল নেতার এহেন বক্তব্য স্বাভাবিকভাবেই বিতর্কের সৃষ্টি করেছে। এদিন ফিরহাদের বক্তব্য প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, “গার্ডেনরিচে যে টাকা উদ্ধার করা হয়েছে, তার সঙ্গে যোগ রয়েছে ফিরহাদের। আসলে ওর অর্থনীতি ভাঙছে। সেই কারণে কেবল ওর মাথাব্যথা হচ্ছে।”

পরবর্তীতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানিয়ে কংগ্রেস নেতা বলেন, “কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ আছে। সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতার ফ্ল্যাট থেকে ৫০ কোটি নগদ অর্থ এবং একাধিক সোনা গয়না উদ্ধার করা হয়। সেই ঘটনার সাথে গতকালের গার্ডেনরিচে টাকা উদ্ধার মামলার যোগ রয়েছে। দুই ঘটনাতেই টাকা, নোট এবং স্টাইল সব এক। এত বিপুল পরিমাণ টাকা কার মদতে রাখা হয়ে চলেছে, বর্তমানে তা সকলেই বুঝতে পেরেছে।”





Made in India