বাংলাহান্ট ডেস্ক: লক্ষ্মী এলো ঘরে! মা হলেন শ্বেতা আগরওয়াল। বাবা হলেন আদিত্য নারায়ণ (Aditya Narayan)। ঘর আলো করে মা লক্ষ্মীর পদার্পণ ঘটেছে। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন শ্বেতা (Shweta Aggarwal)। মুম্বইয়ের এক নার্সিং হোমে সন্তানের জন্ম দেন তিনি। সংবাদ মাধ্যমকে নিজেই সুখবর জানিয়েছেন আদিত্য।
তবে এখন না, বেশ কিছুদিন বয়স হল আদিত্য শ্বেতার একরত্তির। গত ২৪ ফেব্রুয়ারি জন্ম হয়েছে খুদের। আদিত্য জানান, তাঁকে সবাই বলেছিল যে ছেলে হবে। কিন্তু মনে মনে তাঁর ইচ্ছা ছিল মেয়ের। আদিত্যর মনের ইচ্ছা পূরণ হয়েছে। তাঁর মতে, বাবা রা মেয়েদেরই মনের বেশি কাছাকাছি হন। তাই তাঁরও খুব মেয়ের শখ ছিল। বাবা মা হয়ে ভীষণ খুশি তিনি ও শ্বেতা।

আদিত্য বলেন, “সন্তান জন্মের সময়ে আমি শ্বেতার পাশেই ছিলাম। আমার মনে হয় শুধুমাত্র মেয়েরাই পারে এতটা সহ্যশক্তি ও একাগ্রতার সঙ্গে একটি প্রাণকে পৃথিবীতে আনতে। শ্বেতার প্রতি আমার ভালবাসা ও সম্মান দ্বিগুণ হয়ে গিয়েছে। শুধু সন্তান জন্মের সময় নয়, গোটা অন্তঃসত্ত্বাকালীন সময় জুড়েই একজন মহিলাকে অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়।”
বাবা উদিত নারায়ণের মতো জনপ্রিয়তা না পেলেও ভাল গাইয়ে হিসাবে কম খ্যাতি নেই আদিত্যর। তাই মেয়েও গানের জগতেই আসুক, এমনটাই চান তিনি। মাত্র আট দিন বয়সী মেয়েকে এখন থেকেই গান গেয়ৈ শোনাচ্ছেন আদিত্য। পাশাপাশি খুদের পিসিও তাকে একটি মিউজিক প্লেয়ার উপহার দিয়েছেন। সেখানে সবসময় হয় আধ্যাত্মিক গান নয়তো ছোটদের ছড়া বাজানো হয়। তবে বড় হয়ে মেয়ে যদি গান ছাড়া অন্য কিছু করতে চায় তাতেই আপত্তি নেই আদিত্যর।
বাড়িতে লক্ষ্মী এসেছে বলে কথা। পরিবারের সকলেই খুব খুশি। আদিত্য জানান, বাবা উদিত নারায়ণ নাতনিকে ‘পরী’ বলে ডাকছেন। প্রথম প্রথম খুদেকে কোলে নিতে ভয় পেলেও এখন নাতনির সঙ্গে দিব্যি খেলা করেন প্রবীণ গায়ক। আদিত্যর মতে, তাঁর মেয়ে তাঁর মতোই দেখতে হয়েছে অনেকটা।





Made in India