বাংলাহান্ট ডেস্ক: বাংলা স্টুডিও পাড়া তথা নেটপাড়ায় এখন চর্চায় একটাই জুটি, আদৃত রায় (Adrit Roy) এবং কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)। না, তাঁরা নিজেরা নিজেদের সম্পর্ক সর্বসমক্ষে স্বীকার করেননি বটে। তবে তাঁদের কাণ্ডকারখানা দেখে অন্যদের বুঝতে বাকি নেই কিছুই। আদৃত কৌশাম্বীর সাম্প্রতিক কিছু ছবি ইঙ্গিত দিচ্ছে তাঁদের প্রেমের দিকেই। আর এবার একটি ভিডিও দেখে সবটাই স্পষ্ট হয়ে গিয়েছে নেটনাগরিকের কাছে।
মিঠাই সিরিয়ালটি ছোটপর্দার সবথেকে পুরনো সিরিয়াল হলেও জনপ্রিয়তার দিক দিয়ে এখনো এগিয়ে রয়েছে। এর অন্যতম কারণ যৌথ মোদক পরিবারের মতো অফস্ক্রিনেও মিঠাই টিমের অভিনেতা অভিনেত্রীদের বন্ধুত্ব নজর কেড়েছিল দর্শকদের। এখনো বিভিন্ন সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে টিমের বন্ডিং।

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে আবারো চোখে পড়ল হল্লাপার্টির খুনসুটি। শুটিংয়ের ফাঁকে আড্ডায় ব্যস্ত ছিলেন মিঠাই, রাজীব, সোম, তোর্সা আর শ্রী। নিজেদের মধ্যে মজায় মেতেছিলেন তাঁরা। কিন্তু দর্শকদের আটকায় অন্যদিকে। এক কোণায় আলাদা বসে খুনসুটিতে মজে আদৃত কৌশাম্বী।
এক হাতে স্ক্রিপ্ট আর অন্য হাতে মোবাইল ফোন নিয়ে বসেছিলেন কৌশাম্বী। হঠাৎ আদৃত তাঁর হাত থেকে ছোঁ মেরে কেড়ে নেন ফোনটা। নিয়েই ফোন ঘাঁটতে শুরু করে দেন তিনি। ক্যামেরায় সবটা ধরা পড়লেও কোনো হেলদোল দেখা যায়নি তাঁদের। কাণ্ড দেখে অবাক দর্শকরা।
হল্লাপার্টিকে ছেড়ে যাবতীয় লাইমলাইট গিয়ে পড়ে ‘কৌদৃত’ জুটির উপর। কেউ লিখলেন, এতদিন শুনলেও সন্দেহ ছিল। এখন আর কোনো সন্দেহ রইল না। এদের জন্যই টিআরপি কমছে মিঠাইয়ের। আবার কেউ কটাক্ষ করেছেন, কৌশাম্বীর ফোন কন্ট্রোল করেন আদৃত। পুরো নিব্বা নিব্বি কাপল। কিছুদিন আগেই ট্রোলের উত্তর দিলেও এবারে অবশ্য কিছু বলেননি ‘উচ্ছেবাবু’।





Made in India