বাংলাহান্ট ডেস্ক : মিঠাই শেষ হওয়ার প্রায় দু বছর পর আবারো ছোটপর্দায় কামব্যাক করতে চলেছেন আদৃত রায় (Adrit Roy)। প্রথম সিরিয়ালই আকাশছোঁয়া জনপ্রিয়তা এনে দিয়েছিল তাঁকে। সেই খ্যাতি সঙ্গে নিয়েই মিত্তির বাড়িতে পা রাখছেন আদৃত (Adrit Roy)। আর দিন কয়েক পরেই জি বাংলার পর্দায় শুরু হতে চলেছে সিরিয়ালটি। নতুন চরিত্রে প্রিয় অভিনেতাকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক, অনুরাগীরা।
সোশ্যাল মিডিয়ায় একেবারেই সক্রিয় নন আদৃত (Adrit Roy)
তবে আদৃতের (Adrit Roy) বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে আমজনতার। সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতি নগণ্য। এখন ইনস্টাগ্রামে ডেবিউ করলেও সেখানেও তাঁকে ধরাছোঁয়া যায় না। অন্যদিকে ফেসবুকে বিশেষ দরকার ছাড়া পোস্ট করেন না তিনি। কাউকে শুভেচ্ছা জানানোর জন্য বা নিজের কোনো প্রোজেক্টের ঘোষণা করার জন্য ব্যবহার করেন তিনি সোশ্যাল মিডিয়া।

অহংকার বেড়েছে অভিনেতার: ব্যক্তিগত জীবন একেবারেই ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন আদৃত (Adrit Roy)। ফলত কৌশাম্বীর সঙ্গে বিয়ের পর দুজনের সংসারের বিশেষ খোঁজখবরও মেলে না নেট পাড়ায়। অনেকে আবার দাবি করেছেন, আদৃতের (Adrit Roy) নাকি অহংকার বেড়েছে। অভিনেতার কী বক্তব্য এ বিষয়ে? সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে নিজের কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন অভিনেতা।
আরো পড়ুন : ‘কার সঙ্গে মন খুলে ঝগড়া করব?’ প্রয়াত ঋতুপর্ণার মা, পুরনো স্মৃতি ভাগ করে হাহাকার অভিনেত্রীর
অভিনয় নিয়ে কী বললেন আদৃত: আদৃতের (Adrit Roy) স্পষ্ট বক্তব্য, অভিনয় করতে তিনি ভালোবাসেন। কিন্তু অভিনয়ে আসার পর দেখলেন রিল বানাতে হবে, শোতে নাচতে হবে, সাক্ষাৎকার দিতে হবে। কিন্তু তাঁর এসব করতেও যেমন ভালো লাগে না, তেমনি কাজের বাইরে ইন্ডাস্ট্রির মানুষের সঙ্গে বিশেষ যোগাযোগও রাখেন না তিনি।
আরো পড়ুন : নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে চোরা কারবার! স্যাটেলাইট চিত্রে ফাঁস রাশিয়া-উত্তর কোরিয়ার গোপন আঁতাত
আদৃতের কথায়, এতে তাঁকে নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে তা তিনি জানেন। তবে তাঁর কথায়, পর্দায় তাঁর অভিনয়টাই একমাত্র বিচার্য হয়ে উঠুক এটাই তিনি চান। এছাড়া তাঁকে নিয়ে যে যা খুশি বলতে পারেন। তাতে তাঁর কিছুই যায় আসে না, স্পষ্ট কথা আদৃতের। প্রসঙ্গত, মিত্তির বাড়ি সিরিয়ালে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাঁকে। আগামী ২৫ শে নভেম্বর থেকে রাত নটার স্লটে দেখা যাবে এই ধারাবাহিক।





Made in India