বাংলা হান্ট ডেস্ক : মনে আছে ‘রিমলি’ (Rimli) সিরিয়ালের রিমলি (Rimli) আর তার গাড়ি বাবুর কথা? বছর তিনেক আগে ২০২১ সালে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল এই জনপ্রিয় মেগা। চাষ-বাস করে খেটে খাওয়া গ্রামের মেয়ে রিমলির (Rimli) জীবনের নানা চড়াই উৎরাই নিয়ে তৈরি হয়েছিলএই মেগা সিরিয়াল। পর্দায় রিমলির চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল (Idhika Paul)।
বহুদিন পর ফিরছেন ‘রিমলি’ (Rimli) খ্যাত জন-ইধিকা জুটি
আর তাঁর বিপরীতে গাড়ি বাবু অর্থাৎ নায়ক উদয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা জন ভট্টাচার্য (John Bhattacharya)। খুব অল্প দিনের জন্য চললেও এই সিরিয়ালটি ব্যাপক হিট করেছিল দর্শকমহলে। টিআরপির অভাবে অল্প দিনেই এই সিরিয়ালের সম্প্রচার শেষ হয়ে গিয়েছিল। রিমলি শেষ হওয়ার পর ইধিকা আর জন দুজনেই ছোট পর্দায় কামব্যাক করেছিলেন ঠিকই তবে আলাদা সিরিয়ালে।
আর সবচেয়ে মজার বিষয় হলো রিমলির পর ইধিকা আর জন দুজনেই অভিনয় করেছেন খল চরিত্রে। একদিকে ইধিকা অভিনয় করেছিলেন ‘পিলু’ ধারাবাহিয়াকে। অন্যদিকে জনও মিঠাই ধারাবাহিকে ওমি আগারওয়ালের চরিত্রে অভিনয় করে গায়ে জ্বালা ধরিয়ে দিয়েছিলেন দর্শকদের। তবে ছোট পর্দার পাশাপাশি জন এবং ইধিকা দুজনেই ইতিমধ্যেই পা রেখেছেন বড় পর্দাতেও।
আরও পড়ুন : অপেক্ষার অবসান! আসছে নতুন প্রজেক্ট, ‘শিমুল’কে ভুলে এবার নব রূপে মানালি
একদিকে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে হয়ে ইধিকা হয়ে উঠেছেন সকলের প্রিয়তমা। শুধু তাই নয়, আগামী দিনে টলিউড সুপারস্টার দেবের বিপরীতে ‘খাদান’ সিনেমায় নায়িকা হচ্ছেন তিনি। এসবের মধ্যেই এবার রিমলি ভক্তদের জন্য এসে গেল এক দারুন সুখবর। জানা যাচ্ছে, এবার ইধিকা এবং জন দুজনেই অভিনয় করতে চলেছেন একই সিনেমায়।

তবে এবার দুধের স্বাদ ঘোলেই মেটাতে হবে দর্শকদের। কারণ এই আসন্ন বাংলা সিনেমায় খল চরিত্রে অভিনয় করবেন জন ভট্টাচার্য। তাই একসাথে জুটি না বাঁধলেও বহুদিন পর একই সিনেমায় স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ছোট পর্দার এই জনপ্রিয় জুটিকে।





Made in India