বাংলাহান্ট ডেস্ক: গোমাংস খাওয়া নিয়ে রণবীর কাপুরের (Ranbir Kapoor) একটি পুরনো ভিডিও নেটদুনিয়ায় ঝড় তুলে দিয়েছে। নিজেকে ‘বিফ’ প্রেমী বলে দাবি করতে দেখা গিয়েছে তাঁকে সেই ভিডিওতে। ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির ঠিক আগে আগে পুরনো ভিডিওটি তুলে এনে ছবি বয়কটের ডাক দেওয়া হয়েছে। তার মধ্যেই আবারো একটি ভিডিও নিয়ে চর্চা শুরু হয়েছে। তবে এটি রণবীরের নয়, পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)।
‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রী প্রায়ই টুইটারে বলিউডের বিরুদ্ধে সুর চড়ান। ব্রহ্মাস্ত্র পরিচালক অয়ন মুখার্জি এবং প্রযোজক করন জোহরকে পর্যন্ত ছেড়ে কথা বলেননি তিনি। এবার তাঁরই একটি পুরনো ভিডিও শেয়ার করে পালটা তোপ দাগছেন ব্রহ্মাস্ত্র সমর্থনকারীরা।

কী এমন রয়েছে ওই ভিডিওতে যা নিয়ে এত চর্চা, এত বিতর্ক? পুরনো সাক্ষাৎকারের ভিডিওতে বিবেক অগ্নিহোত্রীকে বলতে শোনা যাচ্ছে, “সেরা গোমাংস কোথায় পাওয়া যাবে সেটা আমি লিখেছি। আমি অনেক কিছু লিখেছি। আমি তখনো এটা খেতাম, এখনো এটা খাই। আমার জীবনে কোনোকিছুই বদলায়নি।”
ভিডিওটি শেয়ার করে জনৈক নেটনাগরিক লিখেছেন, ‘ওরা কখনো বিবেক অগ্নিহোত্রীর এই ভিডিওটা দেখাবে না যে নিজেও একজন গোমাংস প্রেমী। আর সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু এটা তো ওদের উদ্দেশ্যর সঙ্গে মিলবে না। কিন্তু আপনারা এই ধরণের মানুষদের থেকে দূরে থাকুন, টিকিট কেটে হলে গিয়ে ব্রহ্মাস্ত্র দেখুন।’
https://twitter.com/imvengeance24/status/1567403442125303808?t=mX50sJHsCm9JaP3EeayXug&s=19
সম্প্রতি রণবীরের ওই বিতর্কিত ভিডিওর প্রসঙ্গ তুলে অভিনেতা এবং আলিয়া ভাটকে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে প্রবেশে বাধা দেয় বজরং দল। এবার বিবেক অগ্নিহোত্রীর মন্দির দর্শনের একটি ছবি শেয়ার করে পালটা প্রশ্ন ছুঁড়ছেন নেটিজেনরা, ইনিও তো বিফ প্রেমী। একে মন্দিরে ঢুকতে দেওয়া হল কেন?
He also eats beef, why is he allowed ? pic.twitter.com/9gCuNR07Ny
— Saurabh (@saurabh_yaps) September 7, 2022
তবে এই ভিডিও নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও বিবেক অগ্নিহোত্রী জানান, তিনি আগে দুবেলা মাংস খেতেন, ধূমপান করতেন। কিন্তু এখন সে সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন তিনি। এখন তিনি সাত্বিক ভোজন করেন। অর্থাৎ সম্পূর্ণ নিরামিষাশী হয়ে গিয়েছেন বিবেক।





Made in India