বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রে (Maharashtra) শিবসৈনিকদের (Shiv Sena) পর এবার কংগ্রেসের গুন্ডাগিরি সামনে আসছে। কংগ্রেসিরা ব্যাঙ্কের ম্যানেজারের সাথে মারধর করায় অভিযুক্ত। এই ঘটনা মহারাষ্ট্রের বুলঢানার। SP জানান, এই ঘটনা এক সপ্তাহ আগের। সেই সময় ব্যাঙ্ক ম্যানেজার অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন না। কিন্তু এই ঘটনার ভিডিও (Viral Video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর উনি অভিযোগ দায়ের করেন। পুলিশ এই মামলায় তদন্ত করছে।
বিজেপির নেতা রাম কদম শিবসেনা আর কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, ‘কঙ্গনার দফতর রাতারাতি কাপুরুষের মতো ভেঙে ফেলার পর শিব সেনার কর্মীরা পরের দিন প্রাক্তন নেভি অফিসারকে ধরে মারধর করে।” উনি বলেন, কঙ্গনার অফিস ভাঙার পর শিবসেনার নেতারা বলেন উপড়ে ফেলেছি। নেভি অফিসারকে মারধর করা কি এই উপড়ে ফেলার শ্রেণীতে পড়ে?

উনি বলেন, আজ কংগ্রেসের নেতা বুলঢানায় এক ব্যাঙ্ক ম্যানেজারকে তাঁর অফিসে ঢুকেই মারধর করে। এটাই কি উপড়ে ফেলা? উনি বলেন, মহারাষ্ট্রের এই তিন দলের হয়েছে টা কি? ঠিক কতটা অহংকারী হলে এমন কাজ করা যায়? উনি বলেন, এরকম উপড়ে ফেলার মানসিকতা পাললে, একদিন মহারাষ্ট্রের জনতা তোমাদের এই তিন দলকে একদিন উপড়ে ফেলবে।
মহারাষ্ট্রে শিবসেনার সাথে চলা বিতর্কের মধ্যে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত রবিবার রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সাথে সাক্ষাৎ করেন, এবং ওনার সাথে হওয়া অন্যায়ের কথা জানান। রাজ্যপালের সাথে হওয়ার সাক্ষাতের বিশয়ে কঙ্গনা জানান, ‘আমি রাজ্যপাল কোশিয়ারির সাথে সাক্ষাৎ করি আর ওনাকে আমার সাথে ঘটে যাওয়া অন্যায় গুলো বলি। কঙ্গনা বলেন, আশা করছি আমি সঠিক বিচার পাবো। আমি সৌভাগ্যবতী যে রাজ্যপাল আমাকে নিজের মেয়ের মতো দেখেন।”





Made in India