বাংলা হান্ট ডেস্কঃ ১৫ জুন নিট পিজি (NEET-PG) পরীক্ষা হওয়ার কথা ছিল। দুই পর্বে পরীক্ষা নেওয়া হবে বলে ঠিক করা হয়। তবে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পর স্থগিত হয়ে গেল সেই পরীক্ষা। ন্যাশানাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেসের (NBEMS) তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে।
সুপ্রিম নির্দেশে (Supreme Court) স্থগিত নিট পিজি
মেডিক্যালের স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা হল নিট পিজি। আগামী ১৫ জুন দুই পর্বে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। সিবিটির মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে এই পরীক্ষা নেওয়া হয়ে থাকে। ন্যাশানাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস এর আগে ২ জুন এই পরীক্ষার জন্য সিটি ইনটিমেশন স্লিপ প্রকাশের পরিকল্পনা করেছিল। তবে আপাতত সম্পূর্ণ পরীক্ষাই স্থগিত করা হয়েছে।
সম্প্রতি সুপ্রিম কোর্টের তরফ থেকে দুই পর্বে নিট পিজি পরীক্ষার আবেদন খারিজ করা হয়। এনবিইএমএসকে একটি পর্বে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় আদালত। এরপরেই বিজ্ঞপ্তি প্রকাশ করে এই পরীক্ষা (NEET-PG Exam) স্থগিত করার কথা জানানো হল।
আরও পড়ুনঃ পহেলগাঁও কাণ্ডের পর এই প্রথম! কাশ্মীর সফরে যাচ্ছেন পিএম মোদী, কী কী কর্মসূচি রয়েছে?
শিক্ষা মহলের একাংশের দাবি, সুপ্রিম নির্দেশের কারণেই নিট পিজি স্থগিত করার এই সিদ্ধান্ত নিয়েছে ন্যাশানাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস। কারণ একটি শিফটে পরীক্ষা নিতে হলে আরও বেশি পরীক্ষাকেন্দ্রের প্রয়োজন হবে। সেগুলির বন্দোবস্ত সহ বাকি আয়োজন না ঠিক হওয়া অবধি পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, নিট পিজি হল মেডিক্যালের স্নাতকোত্তরের সর্বভারতীয় স্তরের একটি প্রবেশিকা পরীক্ষা। প্রত্যেক বছর এই পরীক্ষার আয়োজন করা হয়। গোটা দেশ জুড়ে এমডি, এমএস ও পিজি ডিপ্লোমার মতো নানান কোর্সে অ্যাডমিশনের জন্য নেওয়া হয় এই পরীক্ষা। এবার সুপ্রিম (Supreme Court) নির্দেশের পর এই পরীক্ষাই স্থগিত করার ঘোষণা করল এনবিইএমএস।





Made in India