বাংলাহান্ট ডেস্ক : স্টার জলসার (Star Jalsa) ধারাবাহিক ‘গাঁটছড়া’য় আর দেখা যাবে পর্দার খড়ি ওরফে শোলাঙ্কি রায়-কে (Solanki Roy)। এ কথা জানা গেছিল অনেক আগেই। যদিও প্রথম দিকে বিষয়টা অস্বীকার করেছিলেন অভিনেত্রী। পরে অবশ্য তিনি জানিয়ে দেন সবটাই সত্য। তবে কিভাবে খড়ির অধ্যায় শেষ হবে তা জানতে মরিয়া ছিলেন দর্শকদের। অবশেষে প্রকাশ্যে চলে এল টিজার।
অক্ষয় তৃতীয়ার দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী জানিয়েছিলেন, কেবলমাত্র গাঁটছড়া নয় আপাতত অভিনয় জগতকে বাই বাই বলতে চলেছেন তিনি। বর্তমানে নাকি শারীরিক ভাবে অসুস্থ্য শোলাঙ্কি। আর সেকারণেই চিকিৎসকের পরামর্শ মেনে আপাতত থাকবেন বিশ্রামে। দীর্ঘ তিন মাস নিজেকে দেবেন কোয়ালিটি টাইম। আর এসবের মাঝেই প্রকাশ্যে এল কিভাবে শেষ হল খড়ির অধ্যায়।

সন্তান জন্ম দিতে গিয়েই মৃত্যু হল খড়ির। যদিও আগেভাগেই এই কঠিন সত্যটা জানতে পেরেছিলেন গল্পের নায়িকা। তবে ঋদ্ধিমান ও নিজের সন্তানকে জন্ম দেওয়ার প্রবল ইচ্ছে ছিল তাঁর। আর সে কারণেই সকলের কাছে গোপন করেছিলেন এই সত্য। যদিও খড়ির এহেন পরিণতি মোটেই পছন্দ হলনা দর্শকদের। অনেকেরই মতে, এর চেয়ে ভালো হত সিরিয়াল শেষ করে দেওয়া। কারণ খড়ি ছাড়া অসম্পূর্ন ‘গাঁটছড়া’।
শোনা যাচ্ছিল, এই ধারাবাহিকের নায়ক হচ্ছেন ওম সাহানি। যদিও সত্য হলনা সেই ঘটনা। সিরিয়াল থেকে কেবলমাত্র সরে দাঁড়াচ্ছেন শোলাঙ্কি। থাকবেন অন্যান্য চরিত্ররা। ঋদ্ধিমান, দ্যুতি-রাহুল, বনি-কুণালদের দেখা যাবে এই মেগায়। ‘খড়িদ্ধি’ জুটির সন্তানের চরিত্রে কাহিনীতে এন্ট্রি নিতে চলেছেন আর্য দাশগুপ্ত। টিজার দেখেই বোঝা যাচ্ছে একেবারে ধামাকাদার এন্ট্রি নেবেন তিনি।
শিশুশিল্পী হিসেবেই অভিনয় জগতে পা রেখেছিলেন আর্য। ছোটপর্দায় বেশ জনপ্রিয় তিনি। ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন বলিউডে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘ফোর্স’ ছবিতে অভিনেতার ছেলের চরিত্রে দেখা গেছে তাঁকে। এছাড়াও ঋত্বিকার নায়ক হিসাবে কাজ করেছেন ‘প্রথম বারের প্রথম দেখা’ ছবিতে। এমনকি ‘আবার বছর কুড়ি পরে’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাঁকে। কাজ করেছেন আড্ডাটাইমসের ‘খ্যাপা’ সিরিজে। আর এবার তিনি আয়ুষ্মান হয়ে আসছেন ‘গাঁটছড়া’ ধারাবাহিকে।
 
			 





 Made in India
 Made in India