বাংলা হান্ট ডেস্ক: ইদানিং সময়টা একেবারেই ভালো যাচ্ছে না রাখি সাওয়ান্তের (Rakhi Sawant)। একটা সময় লাগাতার নানা ধরনের বিতর্কিত মন্তব্য এবং কার্যকলাপ করার জন্য পেজথ্রীর পাতায় শিরোনামে থাকতেন বলিউডের (Bollywood) রাখী সাওয়ান্ত। তাঁর কার্যকলাপের জন্য অনেকে তাঁকে ‘ড্রামা কুইন’ বলেও আখ্যা দিয়েছেন। কিন্তু এবার এই রাখি সাওয়ান্ত সম্পর্কেই প্রকাশ্যে এসেছে এক চাঞ্চল্যকর খবর।
যা শোনা মাত্রই আঁতকে উঠেছেন তাঁর অনুরাগীরা। এমনিতে বেশ কিছুদিন ধরেই অসুস্থ রয়েছেন অভিনেত্রী। সদ্য তাঁর টিউমারের অপারেশন (Tumor Surgery) হয়েছে। জানা গিয়েছিল অভিনেত্রীর জরায়ুতে টিউমার ধরা পড়ার পর তা সফলভাবে অস্ত্রপ্রচার করে বার করা হয়েছে। কিন্তু এই টিউমারের অস্ত্র প্রচারের সময়ই রাখির শরীরে ধরা পড়েছে এইচআইভি (HIV)।
যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত চিকিৎসকদের তরফ থেকেও কোন অফিসিয়াল মন্তব্য পাওয়া যায়নি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাখি সাওয়ন্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে হাসপাতালেই বেড থেকে নামিয়ে তাকে হাঁটানোর চেষ্টা করছেন নার্সরা।
কিন্তু শারীরিক কষ্টের জন্য কিছুতেই এক পা-ও এগোতে পারছেন না রাখি। তবে এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট। রাখির এই অসুস্থতার সময় তাঁকে সারাক্ষণ আগলে রেখেছেন তাঁর প্রাক্তন স্বামী রীতেশ সিং। এদিন ইন্সটাগ্রামে রাখির ছবি শেয়ার করে তিনি লিখেছেন ‘আমি ভীষণ খুশি। রাখী খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আজ ওঁকে এতদিন পর হাঁটতে দেখে বেশ ভাল লাগছে।’
আরও পড়ুন: ‘সম্পর্কে, আর এক ঘরে থাকা…’ বিয়ের আগেই দেবের সাথে লিভ-ইন নিয়ে মুখ খুললেন রুক্মিণী
প্রসঙ্গত কিছুদিন আগেই বুকে ব্যথা নিয়ে, হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। তখন অনেকেই মনে করেছিলেন তিনি হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে চিকিৎসকরা জানিয়েছিলেন রাখির জরায়ুতে টিউমার হয়েছে। এই টিউমার অস্ত্রোপচারের পরেই রাখির এইচআইভি ধরা পড়েছে।
View this post on Instagram
প্রসঙ্গত রাখির এই অস্ত্রপ্রচারের সময়ও সারাক্ষণ তাঁর পাশে ছিলেন রিতেশ। সে সময় তিনি রাখির হয়ে সংবাদমাধ্যমে বলেছিলেন,’কত বড় টিউমার। যারা এই নিয়ে মজা করছে তাঁদের মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। রাখী যাই হোক না কেন, তোমার পাশে থাকব।’





Made in India