বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই উন্নত হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি। যার ফলে মানুষের জীবনযাত্রাও হয়ে যাচ্ছে অত্যন্ত সহজ। পাশাপাশি, প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনেক অসম্ভবকেই সম্ভব করা হচ্ছে। যা একটা সময়ে রীতিমতো কল্পনাই করা যেত না। এদিকে, সাম্প্রতিক কালে সর্বত্রই পরিলক্ষিত হচ্ছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) তথা AI-এর রমরমা।

শুধু তাই নয়, সমগ্র বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে AI। এমনকি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে বিভিন্ন চমকপ্রদ ছবি এবং ভিডিও তৈরি করা হচ্ছে। যেগুলি কাল্পনিক হলেও অবাক করে দেয় প্রত্যেককেই।

সম্প্রতি সেইরকমই কিছু ছবি সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে কলকাতা শহরের কিছু স্থানের ছবি তুলে ধরা হয়েছে। তবে সেখানে রয়েছে একটি চমকও। মূলত, জনমানবহীন কলকাতাকে ঠিক কেমন দেখতে লাগবে এই বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে ছবিগুলির মাধ্যমে।
আরও পড়ুন: “চন্দ্রযান-৩-এর ল্যান্ডিং ঘটল, কিন্তু…”, ভারতের সাফল্যে জ্বালাপোড়া চীনের! উগরে দিল হতাশা
হাওড়া ব্রিজ থেকে শুরু করে নিকো পার্ক, কিংবা হাইকোর্ট থেকে শুরু করে প্রিন্সেপ ঘাট, সায়েন্স সিটি, নন্দন, রবীন্দ্র সরোবর, শিয়ালদহ স্টেশন, কলেজ স্ট্রিট, ইকো পার্ক, বিশ্ব বাংলা গেট সহ আরও একাধিক ছবি সেখানে তুলে ধরা হয়েছে। এই ছবিগুলি তৈরি করা হয়েছে AI-কে কাজে লাগিয়ে। যেখানে জনমানবহীন কলকাতার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে।
আরও পড়ুন: রেললাইনে কেন বিছিয়ে রাখা হয় পাথর? কারণ জানলে হয়ে যাবেন অবাক
হঠাৎ করে ছবিগুলির দিকে তাকিয়ে ভাঙাচোরা ইডেন গার্ডেন্স থেকে শুরু করে নির্জন হাওড়া ষ্টেশন প্রত্যক্ষ করলে কিছুক্ষণের জন্য হলেও ভয় পাবেন আপনি। কর্মব্যস্ত এবং প্রাণচঞ্চল তিলোত্তমার এহেন ছবি তাই অবাক করবে সবাইকে। ইতিমধ্যেই ছবিগুলি ভাইরালও হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি, সেগুলিকে দেখে প্রতিক্রিয়াও জানাচ্ছেন নেটিজেনেরা।





Made in India