বাংলাহান্ট ডেস্ক: বলিউডে নতুন করে বিচ্ছেদের গুঞ্জন। এবার চর্চার কেন্দ্রে হিন্দি সিনে দুনিয়ার তারকা দম্পতি অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবং ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। কিছুদিন ধরেই কানাঘুঁষো শোনা যাচ্ছে, অভিষেক ঐশ্বর্যর পথ নাকি আলাদা হতে চলেছে। সম্প্রতি নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে ঐশ্বর্য এবং আরাধ্যাকে একা দেখেই গুঞ্জনের সূত্রপাত হয়। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও সন্দেহটা বাড়িয়ে দিয়েছে আরেকটু।
ভাইরাল ভিডিওটি অভিষেকের টিম জয়পুর পিঙ্ক প্যান্থারের কবাডি ম্যাচের সময়কার। টিমকে উৎসাহ দিতে গ্যালারিতে ছিলেন অভিষেক স্বয়ং, ঐশ্বর্য, বোনঝি নভ্যা নভেলি নন্দা এবং আরাধ্যা। ভিডিওতে দেখা যায়, অভিষেক কিছু একটা বলছেন ঐশ্বর্যকে। উত্তরে বেশ রাগের ভঙ্গি নিয়েই হাত ছুঁড়তে দেখা যায় অভিনেত্রীকে।

এমনকি নভ্যা মামির সঙ্গে কথা বলতে গেলে তাঁর সঙ্গেও অদ্ভূত ব্যবহার করেন ঐশ্বর্য। ভিডিও দেখে অনেকে দাবি করেছেন, অভিনেত্রী নাকি রাগ দেখাচ্ছিলেন দুজনের উপরে। এমনকি নভ্যার সঙ্গে তাঁর ব্যবহারও ভাল লাগেনি অনেকের। আবার কয়েকজনের মতে, ঐশ্বর্য শুধু জোরে কথা বলছিলেন যাতে এত আওয়াজের মধ্যেও তাঁর কথা শুনতে পায় বাকিরা।
প্রসঙ্গত, কিছুদিন আগে অনুষ্ঠিত নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টার উদ্বোধনে তারকাদের ঢলের মাঝে নজর কেড়ে নিয়েছিলেন মা মেয়ে জুটি ঐশ্বর্য এবং আরাধ্যা। কিন্তু নেটিজেনরা অবাক হয়েছিলেন দেখে যে তাঁদের সঙ্গে আসেননি অভিষেক। এরপরেই ছড়ায় দুজনের সম্পর্ক ভাঙার গুঞ্জন।
সলমন খান আর তারপর বিবেক ওবেরয়ের সঙ্গে বিচ্ছেদের পর অভিষেককে বিয়ে করেন ঐশ্বর্য। এত বছর ধরে সুখেই সংসার করছেন দুজনে। ঐশ্বর্য এখন আর তেমন অভিনয় না করলেও অভিষেক বড়পর্দা, ওটিটি দুদিকেই কাজ করছেন।





Made in India