বাংলাহান্ট ডেস্ক: গ্ল্যামার সর্বস্ব জীবন। এদিকে আয় নেই কেরিয়ারে। ঠাঁটবাট বজায় রাখতে, স্ট্যাটাস ধরে রাখতে বাধ্য হয়ে মোটা অঙ্কের ঋণ নিতে বাধ্য হচ্ছেন বলিউড (Bollywood) তারকারা। গত কয়েক বছর ধরেই সিনেমা তেমন হিট হচ্ছে না অজয় দেবগণের (Ajay Devgan)। এদিকে নতুন বাড়ি, গাড়ি কেনা বন্ধ নেই। কোটি কোটি টাকা ঋণ নিয়ে হলেও সম্পত্তি বাড়াচ্ছেন অভিনেতা।
বছর দুয়েক আগে মুম্বইয়ের জুহুতে একটি নতুন বাংলো কিনেছিলেন অজয়। মোট ৪৭ কোটি ৫০ লক্ষ টাকা খরচ করে নতুন বাংলোটি কিনেছিলেন তিনি। তবে এর জন্য যে পরিমাণ ঋণ তিনি নিয়েছেন সেই অঙ্কটা জানলে চোখ কপালে উঠবে!

সূত্রের খবর, বাংলোটির জমি ছিল কাপোলে কোঅপারেটিভ হাউজিং সোসাইটির অধীনে। গত বছর ৭ মে জমিটির মালিকানা অজয় দেবগণকে হস্তান্তরিত করে তারা। ২০২০ সালের ডিসেম্বরে বাংলোটি কিনলেও গত বছরের এপ্রিল মাসে লোন নেন অজয়। মোট ১৮.৭৫ কোটি টাকার লোন তিনি নিয়েছিলেন বলে খবর।
যদিও এই নতুন বাংলো কেনার ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি অভিনেতার তরফে। এখন তিনি শিবশক্তি বাংলোতে থাকেন। প্রায় ৬০ কোটি টাকা দিয়ে বাংলোটি কিনেছিলেন তিনি। পরিবারকে নিয়ে সেখানেই থাকছেন অজয়।
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে অজয় দেবগণ অভিনীত ‘রানওয়ে ৩৪’। ছবিটির পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। ছিলেন অমিতাভ বচ্চন, রকুল প্রীত সিং, অঙ্গীরা ধর, বোমান ইরানি ও আকাঙ্খা সিংও। তবে বক্স অফিসে একেবারেই ছাপ ফেলতে পারেনি ছবিটি।
বরং অজয়ের শেষ হিট ছবি বলা যায় ‘আর আর আর’কে। ব্লকবাস্টার হিট এই তেলুগু ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আগামীতে ‘ময়দান’ ছবিতে দেখা যাবে অজয়কে।





Made in India