বাংলাহান্ট ডেস্ক: হিন্দি টেলিভিশনের সবথেকে জনপ্রিয় শো গুলির মধ্যে অন্যতম ‘দ্য কপিল শর্মা শো’ (the kapil sharma show)। প্রায় প্রত্যেক বলিউডি তারকাই কপিলের শোতে এসে ছবির প্রচার সারেন। তালিকায় রয়েছেন অক্ষয় কুমারও (akshay kumar)। কিছুদিন আগেই ‘অতরঙ্গি রে’ ছবির প্রচারে কপিলের শো তে এসেছিলেন তিনি। বেশ হিট হয়েছিল পর্বটি। আর তারপরেই গুঞ্জন শোনা গেল, অক্ষয় ও কপিলের মধ্যে বিবাদ শুরু হয়েছে।
আসলে গতবার যখন অতরঙ্গি রে ছবির প্রচারে কপিলের শোতে এসেছিলেন অক্ষয়, তখন স্বভাবতই খিলাড়ি কুমারকে নিয়ে রসিকতা করার কোনো সুযোগ ছাড়েননি কমেডিয়ান। এমনকি অভিনেতার নেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলেও খোঁচা মেরেছিলেন কপিল। তখন সর্বসমক্ষে মুখে হাসি রাখলেও বিষয়টা নাকি হজম করতে পারেননি অক্ষয়।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, কপিলের অন্যান্য রসিকতাগুলো নিয়ে অক্ষয়ের কোনো সমস্যা না থাকলেও প্রধানমন্ত্রীকে নিয়ে খোঁচাটা নাকি পছন্দ করেননি তিনি। কারণ তাঁর মনে হয়েছে, এটা দেশের এমন একজন উচ্চপদস্থ ব্যক্তিকে অপমান। তাই চ্যানেল কর্তৃপক্ষকে ব্যক্তিগত ভাবে অক্ষয় আবেদন করেন, ওই বিশেষ প্রশ্নটি যেন শোয়ের সম্প্রচারে না দেখানো হয়।
অক্ষয়ের কথা মেনে চ্যানেল সেটা বাদ দিলেও প্রশ্নের ভিডিওটা কোনো ভাবে ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে। এতেই ক্ষুব্ধ অক্ষয়। পরবর্তীতে কপিলের শো তে যাওয়ার আগে তাই নির্মাতাদের কাছে কৈফিয়ত চেয়েছেন তিনি। সূত্রের খবর, কপিলের টিমেরই কেউ বিশ্বাস ভঙ্গ করেছেন। তাই এবার কৈফিয়ত চান অক্ষয়। পরবর্তী ছবি ‘বচ্চন পাণ্ডে’র প্রচারে তাই হয়তো কপিলের শোতে নাও যেতে পারেন তিনি। বিষয়টা নিয়ে যদিও এখনো মুখ খোলেননি কমেডিয়ান।
আগামী মার্চ মাসে মুক্তি পেতে চলেছে বচ্চন পাণ্ডে। অক্ষয় কুমারের বিপরীতে ছবিতে রয়েছেন কৃতি শানন ও জ্যাকলিন ফার্নান্ডেজ। বহুদিন আগেই বচ্চন পাণ্ডে ছবির ঘোষনা করেছিলেন অক্ষয়। কিন্তু করোনা কাঁটায় বারংবার পিছিয়ে গিয়েছে ছবির মুক্তি। অবশেষে আগামী ১৮ মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি।





Made in India