বাংলাহান্ট ডেস্ক: এখন সময়টা খারাপ যাচ্ছে বলে অক্ষয় কুমারকে (Akshay Kumar) হেয় করলে খূব বড় ভুল করবেন। একটা লম্বা সময় ধরেই বলিউডের সুপারস্টারদের একজন হয়ে থেকেছেন তিনি। কমেডি বলুন বা রহস্য রোমাঞ্চের থ্রিলার, আক্কি মানেই জমে যাবে, এমনটাই মনে প্রাণে বিশ্বাস করতেন ছবি নির্মাতারা। আর এখন হল মালিকরা বসে কার্যত মাছি তাড়াচ্ছেন।
তবে অক্ষয়ের চাহিদা কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়নি। এখনো কমেডি চরিত্রে তাঁকে টেক্কা দেওয়া যথেষ্ট কঠিন। বিশেষ করে ‘হেরা ফেরি ৩’ তে (Hera Pheri 3) তাঁর না থাকার খবর শুনে ক্ষোভের আগুন জ্বলেছিল দর্শক মহলে। হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির অবিচ্ছেদ্য অংশ অক্ষয়। এত বছর পর ছবির তৃতীয় সিক্যুয়েল আসছে, আর তাতেই কিনা বাদ অক্ষয়! মেনে নিতে পারেননি অনুরাগীরা।

বিক্ষোভ আরো বাড়ে অক্ষয়ের বদলে কার্তিক আরিয়ানকে ছবিতে কাস্ট করার খবর শুনে। অক্ষয় নিজেও একটি বার্তা দিয়ে জানিয়েছিলেন যে, কিছু কারণবশত বাধ্য হয়েই তিনি সরে দাঁড়িয়েছেন হেরা ফেরি ৩ থেকে। অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু অক্ষয় ভক্তরা থামেননি।
সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিংয়ে চলে আসে হেরা ফেরি ৩। অক্ষয় না থাকলে বয়কট করা হবে ছবিটি, দাবি ওঠে নেটপাড়ায়। অবশেষে নাকি টনক নড়েছে নির্মাতাদের। বয়কটের ভয়েই অক্ষয়কে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলিউডের এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, কার্তিককে হেরা ফেরি তে কাস্ট করার সমস্ত আয়োজনই হয়ে গিয়েছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের মাত্রা দেখে প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা নাকি অক্ষয়ের সঙ্গে বিবাদ মেটানোর চেষ্টা করছেন।
খবর কি আদৌ সত্যি? অক্ষয় অনুরাগীদের নিরাশ করে জানাতে হচ্ছে, এই গুঞ্জনে আদৌ কোনো সত্যতা নেই। অক্ষয়ের এক ঘনিষ্ঠ সূত্রের খবর, হেরা ফেরি তে অভিনেতার ফেরার কোনো সম্ভাবনাই নেই। ইচ্ছা করে ভুয়ো খবর রটানো হচ্ছে। এমনকি কার্তিক আরিয়ানও এই ছবিতে আছেন কিনা তাও এখনো নিশ্চিত করে বলা সম্ভব নয়।





Made in India