বাংলাহান্ট ডেস্ক: ভাগ্যটা অনেকদিন ধরেই সঙ্গ দিচ্ছে না অক্ষয় কুমারের (Akshay Kumar)। বলিউডের প্রথম সারির এই অভিনেতা এক সময় বাস্তবিকই সুপারস্টার ছিলেন। ১০০-২০০ কোটি ক্লাবের সদস্য ছিলেন তিনি। তাঁর প্রায় প্রতিটি ছবিই বক্স অফিসে ধামাকা করত। কিন্তু সেসব সুখের দিন এখন অতীত। বক্স অফিসে ফ্লপ তো হচ্ছেই, এবার আসন্ন ছবি ‘ওহ মাই গড ২’ মুক্তির ঢের আগেই পড়ল বিপাকে।
ছবি ফ্লপ হলেও থেমে থাকতে দেখা যায়নি অক্ষয়কে। এখন বছরে একাধিক ছবি মুক্তি পায় তাঁর। ‘ওহ মাই গাড’ তাঁর কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য ছবি। বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল ছবিটি। শ্রীকৃষ্ণের ভূমিকায় অক্ষয়ের পারফরম্যান্স নজর কেড়েছিল দর্শকদের।

দীর্ঘ এক দশক অপেক্ষা করার পর অবশেষে আসছে ছবির সিক্যুয়েল ‘ওহ মাই গড ২’। এবারেও ঈশ্বরের ভূমিকায় দেখা যাবে তাঁকে। তবে শ্রীকৃষ্ণ নয়, এবারে মহাদেবের ভূমিকায় অবতীর্ণ হবেন অক্ষয়। সম্প্রতি ছবির টিজার প্রকাশ্যে এসেছে। দর্শকদের তরফে ভাল সাড়াও পেয়েছে টিজারটি। কিন্তু তারপরেই এল খারাপ খবর।
সেন্সর বোর্ডের তরফে বাধার মুখে পড়েছে ও এম জি ২। ছবির মুক্তি আপাতত স্থগিত রেখেছে সেন্সর বোর্ড। ঠিক কী কারণে ছবিটি বাধার মুখে পড়েছে তা এখনো স্পষ্ট নয়। এ ব্যাপারে বোর্ডের তরফেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
অমিত রায় পরিচালিত ওহ মাই গড ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী এবং ইয়ামি গৌতম। এখনো পর্যন্ত ছবির ট্রেলার প্রকাশ করা হয়নি নির্মাতাদের তরফে। অক্ষয় এর আসন্ন ছবিগুলির মধ্যে এটি বহু প্রতীক্ষিত একটি ছবি। আগামী ১১ অগাস্ট মুক্তি পাওয়ার কথা ওহ মাই গড ২ এর। সেক্ষেত্রে অপর একটি সিক্যুয়েল ছবি ‘গদর ২’ এর সঙ্গে সংঘর্ষ হবে এই ছবির। ওই দিনই মুক্তি পেতে চলেছে সানি দেওল এবং আমিশা পটেলের কামব্যাক ছবি।





Made in India