পশ্চিমবঙ্গে নিজের রেকর্ড নিজেই ভাঙছে বলিউডের খিলাড়ি

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি মঙ্গল অভিযান নিয়ে অক্ষয় কুমারের নতুন ছবি ‘মিশন মঙ্গল’ রিলিজ করেছে। ছবিতে অভিনয় করেছেন বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা, তাপসী পান্নু, কীর্তি কুলহারি, নিত্যা মেনন ও শরমন যোশী। বক্সঅফিসে ভালো ব্যবসা করেছে এই ‘মিশন মঙ্গল’। পশ্চিমবঙ্গে ১১দিনে ৮ কোটি টাকা মিশন মঙ্গলের বক্সঅফিসে। দর্শকদের পছন্দের তালিকায় প্রথমেই থাকে সলমন, শাহরুখ ও আমির খানের ছবিই। কিন্তু খিলাড়ির গত কয়েকটি ছবির বক্সঅফিস রিপোর্ট বলছে, ধীরে ধীরে পশ্চিমবঙ্গে খুব ভালো ব্যবসা করছে তাঁর এই ছবি।

সিনেমা হলে এখনও ছবি দেখতে যাচ্ছেন দর্শকরা। ফলে আয় পৌঁছতে পারে ১০ কোটি টাকায় পর্যন্ত। এর আগে সায়েন্স-ফিকশনের ওপর ২.০ ছবি কামিয়েছিল ৭ কোটি ৫৮ লক্ষ টাকা এবং সঙ্গে ছিলেন রজনীকান্ত। তার আগে পঞ্জাবি জওয়ানদের নিয়ে তৈরি ‘কেশরী’, যেই ছবির অধিকাংশ সংলাপও পঞ্জাবিতে এটির আয় করেছিল ৫ কোটি ৯৭ লক্ষ।

পরিসংখ্যানবীদরা বলছেন, “বাংলায় অক্ষয় কুমারের ছবির কদর বাড়ছে। বাংলার দর্শক পছন্দ করছেন খিলাড়িকে। এর সঙ্গে বাংলায় হিন্দুত্ববাদী রাজনীতির যোগ খুঁজে পাচ্ছেন অনেকেই। তাঁদের মতে, বাংলায় জাতীয়তাবাদ ও হিন্দুত্বের রাজনীতি ঢুকে পড়েছে। আর ইদানীংকালে অক্ষয়ের সব ছবিতেই  থাকছে জাতীয়তাবাদের টোটকা- এয়ারলিফ্ট, গোল্ড, রুস্তম, টয়লেট এক প্রেম কথা। লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অরাজনৈতিক সাক্ষাতকারও ‘ভারতকুমার’ নিয়েছিলেন”।