বাংলাহান্ট ডেস্ক: এই মুহূর্তে বলিউডের সবথেকে সফল অভিনেত্রীদের তালিকায় প্রথম দিকেই থাকবে আলিয়া ভাটের নাম। ২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির হাত ধরে তাঁর ছবির জগতে প্রবেশ। তারপর একের পর এক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়ে গিয়েছেন তিনি। তার মধ্যে রয়েছে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘রাজি’, ‘ বদ্রিনাধ কি দুলহানিয়া‘, ‘হাইওয়ে’, ‘উড়তা পঞ্জাব’, ‘কাপুর অ্যান্ড সন্স’, ‘ডিয়ার জিন্দেগি’র মতো ছবি। এখন বলিউডে আলিয়ার রাজত্ব চলছে বললে খুব একটা ভুল বলা হয় না।

সম্প্রতি Boxofficeindia.com এর তরফে একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ৩০ বছরের কম বয়সী অভিনেত্রীদের মধ্যে সবথেকে বেশি হিট ছবি রয়েছে আলিয়া ভাটেরই ঝুলিতে। ‘রাজি’, ‘গলি বয়’, ‘উড়তা পঞ্জাব’ ছবিতে তাঁর সাবলীল অভিনয় মন জয় করে নিয়েছে সিনেমাপ্রেমী থেকে শুরু করে ছবির সমালোচক সহ সকলের। এই ছবিগুলির জন্য বহুবার সেরা অভিনেত্রীর পুরষ্কারও জিতেছেন তিনি।
রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যে আলিয়ার ১০টি ছবি ব্লকবাস্টার হিট। মোট ৪টি ছবি ১০০ কোটি টাকার ব্যবসার মাইলফলক পেরিয়েছে। আগামী বছরেও বেশ কয়েকটি ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। তার মধ্যে রয়েছে তাঁর বাবা মহেশ ভাট পরিচালিত সড়ক ২, এস এস রাজামৌলির RRR, অয়ন মুখার্জির ব্রহ্মাস্ত্র ও সঞ্জয় লীলা বনশালীর গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি।
কিছুদিন আগেই শেষ হয়েছে আলিয়া, রণবীর কাপুর ও অমিতাভ বচ্চন অভিনীত ব্রহ্মাস্ত্রর শ্যুটিং। পাশাপাশি চলছে আলিয়ার আরেকটি ছবি সড়ক ২-এর শ্যুটিংও।





Made in India