বাংলা হান্ট ডেস্ক : আবহাওয়ার কিছুটা পরিবর্তন হল গোটা বাংলা জুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পক্ষ থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়। তবে গতকাল কলকাতা-সহ বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা বুধবারের তুলনায় এক ডিগ্রিরও কম নেমে যায়। আপাতত সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ১৭.২°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১১.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৫১%
বাতাস : ১৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৫৩%
আজকের আবহাওয়া : কলকাতা ও তার আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে ঘন কুয়াশাশ ঢাকবে আকাশ বাতাস। তবে বেলার বাড়ার সঙ্গেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বুধবার এই তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে জানা যাচ্ছে, পাহাড় সংলগ্ন সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে। ওপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ঘন কুয়াশাশ ঢাকবে আকাশ। তবে এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর পরের দুদিন তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

অপরদিকে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে তারপরের ২ দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের।
আগামীকালের আবহাওয়া : আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে পূর্বাভাস মৌসম ভবনের। আগামী ৩ দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। পশ্চিমি ঝঞ্ঝার কারণে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে বলে জানান আবহবিদরা।





Made in India