বাংলা হান্ট ডেস্ক : কথায় আছে জানার শেষ নেই! তবে অনেক সময় অনেক জানা জিনিসও চট করে মনে পড়ে না আমাদের। অথচ সেই জিনিসটাই হয়তো আমাদের রোজকার জীবনে অপরিহার্য। গামছা (Gamcha) এমনই একটি নিত্য প্রয়োজনীয় জিনিস। যা কমবেশি সকলেই ব্যবহার করেন ঠিকই কিন্তু এর ইংরেজি অর্থ (English Meaning) বলা মুশকিল হয়ে ওঠে অনেকের কাছে।
গামছাকে (Gamcha) ইংরেজিতে কি বলে জানেন?
স্নান করে গা মোছার জন্য তোয়ালের পরিবর্তে গামছা (Gamcha) ব্যবহার করেন অনেকেই। কলকাতা শহর সংলগ্ন বহু এলাকার মানুষ জন এখনো গামছা তাই হাত মুখ মুছেই অভ্যস্ত। তাছাড়া বিয়ে কিংবা অন্যান্য শুভ অনুষ্ঠানেও গামছা কাজে লাগে। বাংলার ঐতিহ্য এই গামছা এখন সমাদৃত বিশ্বের দরবারে। আন্তর্জাতিক স্তরেও এখন বাড়ছে গামছার গ্রহণযোগ্যতা।
তাছাড়া গামছা দিয়ে পোশাক -ও এখন ফ্যাশনে ইন। শাড়ি হোক কিংবা ব্লাউজ ড্রেস হোক কিংবা কুর্তি সবেতেই রমরমিয়ে চলছে গামছার ট্রেন্ড। তবে গামছা এখন শুধু আজকের দিনের আধুনিক মেয়েদের স্টাইল স্টেটমেন্টটেই নয় বাংলার ঐতিহ্যকে গুরুত্ব দিতে ছেলেদের কুর্তা কিংবা ধুতি পাঞ্জাবিতেও থাকছে গামছার ছোঁয়া। এখানেই শেষ নয়, ইদানিং বিয়ে বাড়িতে তো বটেই পাশাপাশি বিভিন্ন ইভেন্টের ডেকরেশনেও বাঙালিয়ানার ছোঁয়া বজায় রাখতে ভরসা সেই গামছা।
আরও পড়ুন : ‘বিষাক্ত পুুরুষের প্রতি বিশ্বস্ত থেকে ….’ কাঞ্চন মল্লিক বিতর্কে জড়াতেই, কটাক্ষ পিঙ্কির
কিন্তু কখনও ভেবে দেখেছেন তোয়ালেকে ইংরেজিতে টাওয়াল বলা হলেও গামছাকে ইংরেজিতে কি বলা হয়? অভিধান ঘেঁটে জানা গিয়েছে গামছার ইংরেজি অর্থ ‘A Napkin made by Handloom অর্থাৎ তাঁতে তৈরী ন্যাপকিন।

তবে এখানে বলে রাখি কাজের দিক দিয়ে প্রাথমিক ভাবে দেখে গামছা এবং তোয়ালে অনেকেরই একই জিনিস মনে হয় ঠিকই। কিন্তু এই গামছা এবং তোয়ালে উভয়ের মধ্যেই বিস্তর ফারাক। তোয়ালে মোটা হলেও গামছা তুলনামূলক ভাবে অনেক নরম হয়। প্রসঙ্গত তোয়ালে সাধারণত মেশিনে বোনা হয়। আর গামছা বোনা হয় তাঁতে।





Made in India