বাংলা হান্ট ডেস্কঃ উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁইয় বিজেপির পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রাপ্ত খবর অনুযায়ী, মিনাখাঁর তেলেনিপাড়ার ৮০ নম্বর বুথের বিজেপির এজেন্ত ভানু ভুঁইঞা নিখোঁজ। ভানুবাবুর সঙ্গে পরিবার অথবা বিজেপির নেতাদের কেউই যোগাযোগ করতে পারছেন না এই ঘটনার জেরে মিনাখাঁইয় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
আরেকদিকে মিনাখাঁতেই বিজেপির এক কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ বুথের বাইরে তাঁকে ব্যাপক মারধর করা হয়েছে।
বিজেপির ওই কর্মী জানান, বুথে এজেন্টকে বসাতে যাচ্ছিলাম, তখন ৭০ থেকে ৮০ জন মিলে আমাকে ঘিরে ধরল। ওঁরা আমাকে বেধড়ক মারধর করে। এরপরই ভানু ভুঁইঞাকে তুলে নিয়ে যায় ওঁরা। বিজেপির ওই কর্মী অভিযোগ করে বলেন যে, তৃণমূল গোটা বুথ দখল করে নিএয়ছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আমাকে মারধর করার সময় সেখানে ছিলেন না।





Made in India