বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় এবার এগিয়ে গেলেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এদিকে, ভারতের আরেক ধনকুবের গৌতম আদানির (Gautam Adani) মোট সম্পত্তিতে কিছুটা পতন ঘটেছে। এমতাবস্থায় ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে জানা গিয়েছে যে, ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গকে (Mark Zuckerberg) মোট সম্পত্তির বিচারে পেছনে ফেলেছেন মুকেশ আম্বানি।
শুধু তাই নয়, ইতিমধ্যেই শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় আম্বানি ত্রয়োদশ স্থান থেকে এখন দ্বাদশ স্থানে পৌঁছেছেন। বর্তমানে মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ হল ৮৫.৮ বিলিয়ন ডলার। অপরদিকে, আপাতত মার্ক জুকেরবার্গের মোট সম্পদের পরিমাণ হল ৮৫.৫ বিলিয়ন ডলার।
পিছিয়ে পড়েছেন আদানি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বিলিয়নেয়ারদের তালিকায় প্রথম ২০ থেকে ফের ছিটকে গিয়েছেন গৌতম আদানি। তিনি বর্তমানে ২৩ তম স্থানে রয়েছেন। আদানি গ্রূপের শেয়ারে ক্রমাগত পতনের কারণেই তাঁর মোট সম্পদের পতন ঘটেছে। গৌতম আদানি চলতি বছরে এখনও পর্যন্ত ৬৩.৫ বিলিয়ন ডলারের সম্পদ হারিয়েছেন। সোমবার আদানির শেয়ারের তীব্র পতনের কারণে ৪.৭৮ বিলিয়ন ডলারের সম্পদ হ্রাস ঘটে।
প্রথম স্থানে কে রয়েছেন: ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী জানা গিয়েছে যে, বর্তমানে শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন ফ্রান্সের ধনকুবের বার্নার্ড আর্নল্ট। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ২০৮ বিলিয়ন ডলার। পাশাপাশি, এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ইলন মাস্ক। মাস্কের মোট সম্পদের পরিমাণ হল ১৭০ বিলিয়ন ডলার। এই বছর এখনও পর্যন্ত ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ৩৩.১ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

পাশাপাশি, তালিকার তৃতীয় স্থানে রয়েছেন জেফ বেজোস। যাঁর সম্পদ চলতি বছরে এখনও পর্যন্ত ২২.৮ বিলিয়ন ডলার বেড়েছে। আপাতত জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ হল ১৩০ বিলিয়ন ডলার। এদিকে, চতুর্থ স্থানে রয়েছেন বিল গেটস। বর্তমানে তিনি মোট ১২৫ বিলিয়ন ডলার সম্পদের অধিকারী।





Made in India