বাংলাহান্ট ডেস্ক: নব্বইয়ের দশকে সুপারহিট বলিউড (bollywood) নায়িকাদের মধ্যে অবধারিত ভাবে আসবে আমিশা পটেলের (ameesha patel) নাম। কহো না পেয়ার হ্যায় (kaho na pyar hai) ছবিতে হৃতিক রোশনের বিপরীতে তাঁর অভিনয় সকলেরই মনে গেঁথে গিয়েছে।
এবার সেই ছবিরই সুপার ডুপার হিট টাইটেল ট্র্যাক গেয়ে তৃণমূলের হয়ে প্রচারে নামলেন আমিশা। বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথের হয়ে প্রচারে নামেন অভিনেত্রী। প্রচার চলাকালীনই নিজের ছবির গান গাইতে শোনা যায় আমিশাকে।

গানের লাইন গেয়ে উপস্থিত জনস্রোতের উদ্দেশে প্রশ্ন করেন আমিশা, ‘কিসসে পেয়ার হ্যায়?’ পরক্ষণেই নিজেই উত্তর দেন তিনি। বলেন, ‘মমতা দি অউর স্বপন জি সে পেয়ার হ্যায়’। বিদ্যানগর থেকে ধাত্রীগ্রাম পর্যন্ত প্রার্থী স্বপন দেবনাথের সঙ্গে রোড শো করেন আমিশা। প্রিয় অভিনেত্রীকে এক ঝলক দেখতে রাস্তার দু ধারে জমেছিল জনস্রোত।
প্রসঙ্গত, কহো না পেয়ার হ্যায় ছবির মাধ্যমেই বলিউডে পা রাখেন হৃতিক ও আমিশা। সুপার ডুপার হিট হয়েছিল ছবির টাইটেল ট্র্যাক ও সমুদ্র সৈকতে হৃতিক আমিশা জুটির সেই আইকনিক নাচ। এরপরেই বলিউডে হিরো হিসাবে জায়গা করে নেন হৃতিক। তবে দীর্ঘদিন অভিনয় থেকে বিরতি নিয়েছেন আমিশা। কিন্তু সিনেপ্রেমীরা এখনও ভুলতে পারেনি এই অভিনেত্রীকে।
তবে অভিনয় জগৎকে বিদায় জানালেও সোশ্যাল মিডিয়াকে দিব্যি আপন করে নিয়েছেন তিনি। নেটদুনিয়ায় খুবই সক্রিয় থাকেন আমিশা। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে উঁকি মারলে ভালই স্পষ্ট হবে এই কথা। মাঝে মাঝেই সোশ্যাল হ্যান্ডেলে নানা ছবি, ভিডিও শেয়ার করেন আমিশা। নতুন ফটোশুট করলে সেই সব ছবিও ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।





Made in India