বাংলা হান্ট ডেস্ক : একটা সময় বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বলা হত আমির খানকে (Amir Khan)। এমনিতে বরাবরই খুবই বাছাই করা সিনেমায় অভিনয় করেন আমির (Amir Khan)। কিন্তু জীবনের মত ফিল্মি কেরিয়ারে চড়াই উৎরাই থাকে সব তারকাদেরই। আমির খানও (Amir Khan) ব্যতিক্রম নন। বক্স অফিসে একের পর এক মুখ থুবড়ে পড়েছে আমিরের সিনেমা। ব্যর্থতা আসে অভিনেতার কেরিয়ারে।
কিশোর কুমারের বায়োপিকে আমির খান (Amir Khan)
তারপর একটা সময় অভিনয় থেকে লম্বা সময়ের বিরতি নিয়েছিলেন আমির। তবে আবার তিনি ফিরতে চলেছেন তিনি আবার ফিরতে চলেছেন সেলুলয়েডের পর্দায় আমীরের নতুন সিনেমা, ‘সিতারে জামিন পর’- এর শুটিং সব ঠিক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে মুক্তি পাবে এই বহু-প্রতিক্ষিত সিনেমা।এরই মধ্যে পিঙ্কভিলা সূত্রে খবর, এই সিনেমাটি ছাড়াও আমিরের ঝুলিতে রয়েছে আরও পাঁচটি সিনেমা।
ভূষণ কুমার প্রযোজিত, অনুরাগ বসু পরিচালিত এই বায়োপিকে কিশোর কুমারের নাম ভূমিকায় থাকবেন আমির। ইতিমধ্যেই এই সিনেমা নিয়ে অভিনেতার সাথে চার পাঁচটি মিটিংও সম্পন্ন হয়েছে বলে খবর। সূত্রের খবর এই সিনেমাটি পরিচালক অনুরাগ বসু এবং প্রযোজক ভূষণ কুমার দুজনেরই স্বপ্নের প্রজেক্ট। তাই তাঁরা এই সিনেমাটিকে একেবারে নিখুঁতভাবে বড় পর্দায় তুলে ধরতে চান।
আরও পড়ুন : অসুস্থ শরীরে, হাসি মুখেই শুটিং করছেন ‘কঙ্কাবতী’ অরুণিমা! কি হয়েছে অভিনেত্রীর?
আমির খান নিজেও কিশোর কুমারের একনিষ্ঠ ভক্ত। তাই তিনিও এই কাজে সাহায্য করতে চান। তবে এই সিনেমাটি ছাড়াও আমিরের হাতে রয়েছে আরও বেশ কিছু ছবি। যার মধ্যে অন্যতম উজ্জ্বল নিকমের বায়োপিক, রাজকুমার সন্তোষীর কমেডি ছবি চার দিন কি জিন্দেগি, গজনী ২, এছাড়াও রয়েছে লোকেশ কানাগরাজের সুপারহিরো ঘরানার ছবি সহ জোয়া আখতারের ছবি।

আসন্ন সিনেমা ‘সিতারে জামিন পার’-এ আমিরের সাথে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী জেনালিয়া ডিসুজা। বহুদিন পর এই সিনেমার হাত ধরে তিনিও কামব্যাক করছেন রূপালী পর্দায়। এছাড়াও আমিরের প্রযোজনায় তৈরি হচ্ছে আরও একটি সিনেমা। লাহোর ১৯৪৭ নামের এই সিনেমায় অভিনয় করবেন সানি দেওয়াল, প্রীতি জিন্টা,কারণ দেওয়াল, শাবানা আজমির মত অভিনেতা অভিনেত্রীরা।





Made in India