বাংলা হান্ট ডেস্ক: কাশ্মীর নিয়ে আগামীকাল উত্তপ্ত হতে চলেছে সংসদ। অন্যদিকে সরকারও যথেষ্ট প্রস্তুতি নিয়ে যাবে সংসদে। সূত্রে খবর, সোমবার রাজ্যসভায় পেশ করা হবে ‘জম্মু-কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল’। ওই বিলে, সীমান্ত অঞ্চলে থাকা আর্থিকভাবে পিছিয়ে পড়া কাশ্মিরিদের জন্য শিক্ষা ও চাকরিতে বিশেষ সংরক্ষণের নজির তুলে ধরা হবে।

উল্লেখ্য, জম্বু কাশ্মীর ইস্যু নিয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো ধারনাই এখনো সুস্পষ্ট হয়নি। রাজ্য প্রশাসন ‘অ্যাডভাইজ়রি’ জারি করে পুণ্যার্থী এবং পর্যটকদের উপত্যকা ছেড়ে যাওয়ার কথা বলেছে।
সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতি বিষয়ে পর্যালোচনা করতে জম্বু কাশ্মীর পরিদর্শনে রওনা দিতে পারেন। আজ স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। তারা কাশ্মীরের অবস্থা নিয়েই যে আলোচনা করেছেন, মনে করছে সকলে।





Made in India