বাংলাহান্ট ডেস্ক: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আগামীকালই আলিবাগের বিলাসবহুল বিচ রিসর্টে বসছে বরুন ধাওয়ান (varun dhawan) ও নাতাশা দালালের (natasha dalal) বিয়ের (wedding) আসর। ইতিমধ্যেই সপরিবারে আলিবাগ পৌঁছে গিয়েছেন হবু বর কনে। প্রাক বিয়ের অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে। এবার জানা গেল বহু প্রতীক্ষিত অতিথিদের তালিকা।
করোনা আবহে আমন্ত্রিতদের তালিকায় অনেক কাটছাঁট হবে তা জানা ছিল আগে থেকেই। কিন্তু তালিকা প্রকাশ্যে আসতেই চমকে উঠেছেন সকলেই। অতিথি তালিকায় নাম নেই পরিচালক ডেভিড ধাওয়ানের ঘনিষ্ঠ বন্ধু গোবিন্দার। এমনকি অমিতাভ বচ্চন পরিবারের কেউও আমন্ত্রিত নন বরুনের বিয়েতে।

জানা গিয়েছে আরো তথ্য। অভিনেতা অর্জুন কাপুরের আমন্ত্রণ থাকলেও নেই বাবা বনি কাপুরের। অনিল কাপুরের পরিবারের কেউও আমন্ত্রিত নন এই বিয়েতে। ধাওয়ান পরিবারের ঘনিষ্ঠ সূত্রের দাবি, বরুন নাতাশার বিয়েটা অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের বিয়ের মতোই হতে চলেছে। এতে ডেভিড ধাওয়ানের অনেক ঘনিষ্ঠ বন্ধুই ক্ষুব্ধ হবেন।
আগামী রবিবার ২৪ জানুয়ারিই চার হাত এক হতে চলেছে বরুন ও নাতাশার। আলিবাগের এক বিলাসবহুল বিচ রিসর্টে বসবে বিয়ের আসর। আগে শোনা গিয়েছিল পাঁচদিন ধরে চলবে বরুন ও নাতাশার রাজকীয় বিয়ের যাবতীয় অনুষ্ঠান। তবে সম্প্রতি সংবাদ মাধ্যম সূত্রে খবর মিলেছে, করোনা পরিস্থিতিতে একদিনেই বিয়েটা মিটিয়ে ফেলতে চাইছেন ধাওয়ানরা।
ঘনিষ্ঠ সূত্রের খবর, রবিবার দিনে বসবে বিয়ের আসর ও রাতে থাকবে রিসেপশন পার্টির বন্দোবস্ত। শুধুমাত্র বর কনের পরিবার ও তাঁদের ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের উপস্থিতিতেই হবে বিয়ে। রাতে রিসেপশনের জন্য তৈরি হয়েছে ৫০ জন অতিথির একটি তালিকা। সেই তালিকায় নাম রয়েছে শাহরুখ খান, সলমন খান ও বরুনের ‘মেন্টর’ পরিচালক প্রযোজক করন জোহরের। এছাড়াও আমন্ত্রিত থাকবেন রেমো ডিসুজা, শশাঙ্ক খৈতান, শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রাও। ইতিমধ্যেই অতিথিদের ই-আমন্ত্রণপত্র পাঠানো হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।
পরিচালক ডেভিড ধাওয়ান ডায়াবেটিসে আক্রান্ত। উপরন্তু সম্প্রতি হার্ট অ্যাটাকও হয়েছিল তাঁর। এমন অবস্থায় গ্র্যান্ড রিসেপশন করে বাবার স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নিতে চান না বরুন ও রোহিত। তবে রিসেপশন যে নেহাত সাদামাটা ভাবে হতে চলেছে তা একেবারেই নয়।
জানা গিয়েছে, মান্ডওয়া জেটি পর্যন্ত যাওয়ার জন্য গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে প্রাইভেট ইয়টের ব্যবস্থা থাকছে অতিথিদের জন্য। জেটিতে থাকবে প্রাইভেট বিলাসবহুল গাড়ি যা অতিথিদের সোজা নিয়ে যাবে আলিবাগের বিচ রিসর্টে যেখানে বসছে রিসেপশনের আসর। তবে অনুমান করা হচ্ছে সম্ভবত শাহরুখ খান উপস্থিত থাকতে পারবেন না বরুন নাতাশার রিসেপশনে। কারণ এই মুহূর্তে তিনি বায়ো বাবলে থেকে ‘পাঠান’ ছবির শুটিং করছেন।
 
			 





 Made in India
 Made in India