বাংলা হান্ট ডেস্ক : বলিউড শাহেনশাহ এবার বিড়ম্বনায়।উঠে এলেন শিরোনামে।এবার খোদ অমিতাভ বচ্চনের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হল সেখানে বসল প্রাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখ।এবং ট্যুইটে ছড়াল ভারত বিরোধী নানান মন্তব্য।
জানা যায় শাহেনঅ্যাকাউন্ট হ্যাক করল পাকিস্তান সমর্থক তুরস্কের AYYILDIZ TIM। ট্যুইটার হ্যান্ডেলে তাঁর বদলে বসানো হল ইমরান খানের মুখের ছবি। অমিতাভের পরিচয়ে লেখা হয়, “পাকিস্তানকে ভালোবাসি” প্রভৃতি এবং এছাড়া ভারত বিরোধী নানান স্লোগানও লেখা হয় সেখানে। অবশেষে বচ্চন সাহেব নিজের টুইটার অ্যাকাউন্টটি মুছে ফেলতে বাধ্য হন।
প্রসঙ্গত সোমবার তুরস্কের কিছু হ্যাকার এই কাজটা করে। অমিতাভের ট্যুইটারে ভারত বিরোধী মন্তব্যও লেখা হয়। একটা ট্যুইটে লেখা হয়, “ভারত এই রমজান মাসে মুসলিমদের উপর অত্যাচার করছে। মহম্মদের বিরুদ্ধে অত্যাচার করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে সবার সমর্থন চাইছি।”ট্যুইটারে এছাড়াও লেখা হয় ইমরান খানকে ভালোবাসি জাতীয় লাইনও।
কিন্তু এই পোস্টের কারনে বিব্রত অমিতাভ বাবু তার অ্যাকাউন্ট মুছে ফেলতে বাধ্য হন এবং সংবাদমাধ্যমে সেই ঘটনাটি জানিয়ে দেন।





Made in India