বাংলা হান্ট ডেস্ক : টানা ৫৫ বছর ধরে একাই গোটা বলিউড (Bollywood) শাসন করে চলেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ৮১ বছরের এই যুবকের সামনে আজও ফেল যে কোনো বলিউড সুপারস্টার। এই বয়সেও দাপিয়ে অভিনয় করে চলেছেন তিনি। কাজ করছেন ছোট পর্দাতেও। তাই এই বয়সে এসেও ‘অ্যাংরি ইয়াংম্যান’-এর দাপট কমেনি এক ফোঁটাও।
এই বয়সেও কেন কাজ করছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)?
কিন্তু বর্ষীয়ান এই অভিনেতাকে (Amitabh Bachchan) হামেশাই বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয়। এই যেমন এই বয়সে এসে তিনি কীভাবে এখনও কাজ করে চলেছেন? কিংবা কেন তিনি ৮১ পেরিয়েও এত কাজ করছেন? কিন্তু এবার ধৈর্যের বাঁধ ভেঙেছে অভিনেতার। আর তাই এবার খানিক বিরক্ত হয়ে সবাইকে একেবারে ধমক দিয়েই চুপ করিয়ে দিয়েছেন অমিতাভ।
কেন তিনি এই বয়সেও এত কাজ করছেন? সমাজমাধ্যমে এই ধরনের প্রশ্নকর্তাদের এক হাত নিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। সেখানে তাঁর মূল বক্তব্য ছিল তিনি আজও প্রচুর কাজ করছেন, কারণ তিনি আজও প্রচুর কাজের প্রস্তাব পাচ্ছেন। এর বাইরে আর কোন কারণ আছে বলে তার জানা নেই।
আরও পড়ুন : ‘পথে এবার নামো সাথী’! আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরব টলিপাড়া, মিছিলে নামলেন কে কে?
অভিনেতার কথায়, ‘আমার জুতোয় পা গলান বুঝবেন কেন কাজ করি? আমি কেন কাজ করে চলেছি তাই নিয়ে আপনার যেমন ভাবার স্বাধীনতা রয়েছে। ঠিক তেমন আমারও অবিরত কাজ করে যাওয়ার স্বাধীনতা রয়েছে।’ এখানেই শেষ নয়, সেই সাথে এদিন ‘অ্যাংরি ইয়াংম্যান’ ধমকের সুরে লিখেছেন, ‘বেশ করছি এই বয়সেও কাজ করে। চালিয়ে যাব এভাবেই, যদি এতই আপনার মনে প্রশ্ন থাকে তাহলে কাজ করুন আর ভেবে বের করুন কেন আজও আমি কাজ করে চলেছি।’

প্রসঙ্গত এই মুহূর্তে অমিতাভ বচ্চনকে সঞ্চালনা করতে দেখা যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় গেম শো কেবিসির সিজন ১ ৬’তে। এছাড়াও সম্প্রতি নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডিতে’ অশ্বত্থমার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেও ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন অভিনেতা।





Made in India