বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের জিনিস মাঝেমধ্যেই ভাইরাল হয়। এবার ভাইরাল হয়েছে অমোঘ লীলা প্রভুর (Amogh Lila Prabhu) একটি বক্তব্য। সম্প্রতি তার বিরুদ্ধে শ্রী রামকৃষ্ণের ‘যত মত তত পথ’ বাণীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ ওঠে। এই নিয়ে যখন চারদিক উত্তাল, সেই সময় ইসকন (Iscon) কর্তৃপক্ষ এই সন্ন্যাসীকে এক মাসের জন্য নিভৃতবাসে পাঠিয়েছে।
জানানো হয়েছে আগামী ৩০ দিন কোনও রকম ধর্মীয় সভায় বক্তব্য রাখতে পারবেন না অমোঘ লীলা প্রভু। শুধু নির্বাসন নয়, ইসকন কর্তৃপক্ষ তাকে রীতিমত নিষিদ্ধ করেছে। সামাজিকভাবে আগামী এক মাস সবার সামনে উপস্থিত হওয়া থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে। জানেন হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসা এই অমোঘ লীলা প্রভু কে?
অমোঘ লীলা প্রভু সোশ্যাল মাধ্যমে তার বিভিন্ন ধর্মীয় বক্তব্যের জন্য জনপ্রিয়। তার ভক্তিমূলক ও ফিলোসফিক্যাল ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ ও লাইক পড়ে। একবার তিনি নিজেই তার পরিচয় জানিয়েছিলেন ভক্তদের। ছোটবেলায় তার নাম ছিল আশিস অরোরা। তার জন্ম হয় লখনৌয়ের একটি ধার্মিক পরিবারে। খুব অল্প বয়সে তিনি আধ্যাত্মিকতার পথে অগ্রসর হন।
ঈশ্বর লাভের আশায় ২০০০ সালে দ্বাদশ শ্রেণীতে পড়াকালীন তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। কিন্তু একটা সময় তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। পুনরায় বাড়ি ফিরে আসেন। স্নাতকোত্তীর্ণ হওয়ার পর ২০০৪ সালে তিনি আমেরিকার একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে যোগদান করেন।
কিন্তু ২০১০ সালে চাকরি ছেড়ে ফের অগ্রসর হন আধ্যাত্মিকতার পথে। তার আগে ৬ বছর তিনি আমেরিকায় মোটা বেতনের চাকরি করতেন প্রজেক্ট ম্যানেজার হিসাবে। এরপর ২৯ বছর বয়সে তিনি যোগদান করেন ইসকনে। ইসকনে তিনি পথচলা শুরু করেন হরেষ্ণ ব্রহ্মচারি হিসেবে। সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্যের জন্য খুব দ্রুত বিখ্যাত হয়ে ওঠেন। দিল্লির দ্বারকাতে ইসকনের ভাইস প্রেসিডেন্ট পদেও নিযুক্ত ছিলেন তিনি।

সম্প্রতি একটি ধর্মীয় সভায় অমোঘ লীলা প্রভু স্বামী বিবেকানন্দের মাছ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এছাড়াও রামকৃষ্ণের ‘যত মত তত পথ’ বাণীর অপব্যাখ্যা করেন। কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস বলেন, “শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য অত্যাবশ্যক পারস্পরিক শ্রদ্ধা, ধর্মীয় সহনশীলতা এবং সম্প্রীতিকে ক্ষুণ্ণ করেছে এই বক্তব্য।”





Made in India