বাংলা হান্ট ডেস্ক: কিছুদিন আগেই মা হয়েছেন অ্যামি জ্যাকসন। তাই এখন নতুন জীবনের পরিকল্পনা করছেন বলিউড অভিনেত্রী। অন্তঃসত্ত্বা অবস্থায় বন্ধু জর্জের সঙ্গে দেশের বাইরেই ছিলেন তিনি। সম্প্রতি নিজের সাধের ছবি প্রকাশ করেন ও জানিয়ে দেন, মা হওয়ার পরই জর্জের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন তিনি।
https://www.instagram.com/p/B2wCaALpayw/?utm_source=ig_web_copy_link
সম্প্রতি অ্যানড্রেস নামে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অ্যামি। মা হওয়ার পর পরই অক্ষয় কুমারের নায়িকা জানান, ২০২০ সালে বিয়ে করছেন তিনি। বন্ধু জর্জের সঙ্গে ইতালিতে বসবে তাঁদের বিয়ের আসর। ইতালির সমুদ্র সৈতকেই বসবে অ্যামি এবং জর্জের বিয়ের আসর। মা হওয়ার পর বন্ধু জর্জের সঙ্গে আপাতত লন্ডনেই রয়েছেন অ্যামি জ্যাকসন।
https://www.instagram.com/p/B0LTRvuJTiD/?utm_source=ig_web_copy_link
প্রসঙ্গত ২০১৯-এর প্রথমে দীর্ঘদিনের বন্ধু জর্জের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেন অ্যামি। চলতি বছরের শেষেই তাঁদের সাতপাকে বাঁধা পড়ার কথা ছিল। কিন্তু বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ‘সিং ইস ব্লিং’ অভিনেত্রী। ফলে মা হওয়ার পরই জর্জের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবে বলেও জানান অ্যামি জ্যাকসন।
 
			 





 Made in India
 Made in India